TMC

নির্বাচন দেখভাল করতে ১২ জনের কমিটি গড়ে দিলেন মমতা

নির্বাচনী কাজ পরিচালনা করতে তৃণমূলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় যে কমিটি তৈরি করে দিয়েছেন, তার সদস্যরা হলেন সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, মলয় ঘটক, জ্যোতিপ্রিয় মল্লিক, সুব্রত মুখোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়েন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৯ ১৯:২২
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়।—ফাইল চিত্র।

নির্বাচনী কাজ দেখভালের জন্য ১২ সদস্যের বিশেষ কমিটি তৈরি করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে এই কমিটির সদস্যদের নাম ঘোষণা করলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। দলের প্রথম সারির প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ মুখই জায়গা পেয়েছেন এই কমিটিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে তৃণমূলের প্রচার-সহ নির্বাচনের যাবতীয় কাজ দেখভাল করবে এই কমিটি, এমনটাই জানানো হয়েছে এ দিনের সাংবাদিক বৈঠকে।

Advertisement

নির্বাচনী কাজ পরিচালনা করতে তৃণমূলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় যে কমিটি তৈরি করে দিয়েছেন, তার সদস্যরা হলেন সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, মলয় ঘটক, জ্যোতিপ্রিয় মল্লিক, সুব্রত মুখোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়েন।

পার্থ জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে প্রচার, কৌশল এবং ব্যবস্থাপনা-সহ নির্বাচনের যাবতীয় কাজ দেখভাল করবে এই কমিটি। কে কোথায় প্রার্থী হবেন, সেই সম্ভাব্য তালিকা বানিয়েও মুখ্যমন্ত্রীর কাছে অনুমোদনের জন্য পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটিকে। যাঁরা প্রার্থী হতে চান, সেই নেতাদের সুব্রত বক্সীর কাছে আবেদনপত্র জমা দেওয়ার কথা আগেই বলেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আবেদনপত্র খতিয়ে দেখে সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি করবে এই ১২ জনের কমিটিই। তার পর তা চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেই তালিকা দেখার পর চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করবেন তিনি, এমনটাই জানা যাচ্ছে তৃণমূল ভবন সূত্রে।

Advertisement

আরও পড়ুন: রাজ্য জুড়ে বাইক মিছিল, কলকাতা-সহ নানা জেলায় পুলিশ-বিজেপি খণ্ডযুদ্ধ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন