TMC vs Election Commission

দিল্লির নির্বাচন কমিশনে ‘হল্লা বোল’ তৃণমূলের, নয়া নির্বাচনী বিজ্ঞপ্তি নিয়ে প্রতিবাদ জানাতে যাবেন তৃণমূলের মন্ত্রী-সাংসদেরা

সোমবার তৃণমূল সূত্রে জানানো হয়েছে, লোকসভায় দলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একজন রাজ্যসভার সাংসদ ও রাজ্যের তিন জন প্রথমসারির মন্ত্রীকে নির্বাচন কমিশনে পাঠাচ্ছে তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ২৩:০৩
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

নির্বাচন কমিশনের নয়া বিজ্ঞপ্তির প্রতিবাদ জানিয়ে দিল্লির সদর দফতরে প্রতিবাদ জানাতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। সোমবার তৃণমূল সূত্রে জানানো হয়েছে, লোকসভায় দলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক জন রাজ্যসভার সাংসদ ও রাজ্যের তিন জন প্রথমসারির মন্ত্রীকে নির্বাচন কমিশনে পাঠাচ্ছে তারা। দিনকয়েক আগেই বিহারে ভোটার তালিকার বিশেষ বা নিবিড় সমীক্ষার (স্পেশাল ইন্টেনসিভ রিভিশন) প্রসঙ্গ নির্বাচন কমিশনের একটি বিজ্ঞপ্তিকে টেনে সুর চড়িয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছিলেন প্রক্রিয়ার নানা নিমকানুন নিয়েও। তার কয়েক দিনের মধ্যেই বিশেষ বা নিবিড় সমীক্ষা নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। সোমবার সেই বিজ্ঞপ্তির পরেই দলের অবস্থান স্পষ্ট করেছিলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন।

Advertisement

ডেরেক বলেছিলেন, “আমরা নির্বাচন কমিশনের আগের বিজ্ঞপ্তিটি দেখেছিলাম। সোমবার প্রকাশ হওয়া বিজ্ঞপ্তিটিও দেখেছি। দুটি বিজ্ঞপ্তি দেখার পর আমাদের মনে হয় দু’টি বিজ্ঞপ্তির মধ্যে খুব একটা ফারাক নেই। বিষয়টি যে লক্ষ্য নিয়ে নির্বাচন কমিশন করেছিল, সেই লক্ষ্যে তারা এখনও অবিচল রয়েছে। মুখে বিহারের কথা বলা হলেও, আসলে নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি বাংলা দখলের জন‍্য এই কাজ করাচ্ছে।” সঙ্গে তৃণমূলের তরফে জানানো হয়েছিল, নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তির প্রতিবাদ জানিয়ে তারা ডেপুটেশন দেবেন। পরে সোমবার রাতে জানানো হয়, শ্রীরামপুরের সাংসদ কল্যাণের নেতৃত্বে রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক, কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস এবং অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নির্বাচন কমিশনে গিয়ে প্রতিবাদ জানাবেন।

গত কয়েক বছরে নানা ইসুতে নির্বাচন কমিশনে প্রতিবাদ জানাতে গিয়েছে তৃণমূলের বিভিন্ন প্রতিনিধিদল। কিন্তু সেই প্রতিনিধি দলের তুলনায় মঙ্গলবার যে প্রতিনিধিদলটি নির্বাচন কমিশনে যাবে তা কিছুটা হলেও ভিন্ন ঠেকেছে রাজনৈতিক মহলের। সাধারণত দিল্লিতে তৃণমূল কোনও রাজনৈতিক কর্মসূচি করলে তাতে অংশ নেন দলের সাংসদেরাই। যে হেতু নির্বাচন কমিশনের অধীনেই আগামী বছর রাজ্যে সাধারণ বিধানসভা নির্বাচন হবে। তাই এ বারে নিজেদের প্রতিনিধিদলে রাজ্য সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে এই প্রতিনিধিদলে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement