Amit Shah

অমিত শাহের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তৃণমূলের

ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও ব্রায়েন। এ জন্য অমিত শাহের বক্তৃতার ২৮ মিনিটের ভিডিয়ো রেকর্ডিংও তাঁরা সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৮ ২২:৪৮
Share:

সাংবাদিক সম্মেলনে ডেরেক ও'ব্রায়েন। নিজস্ব চিত্র।

মেয়ো রোডের সভায় বাংলাকে অপমান করেছেন বিজেপি সভাপতি। বাংলার সুস্থ রুচিকে অসম্মান করার পাশাপাশি লাগামছাড়া মিথ্যাচারও করেছেন অমিত শাহ। এ জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে। শনিবার এই দাবি করল তৃণমূল কংগ্রেস।

Advertisement

ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও ব্রায়েন। এ জন্য অমিত শাহের বক্তৃতার ২৮ মিনিটের ভিডিয়ো রেকর্ডিংও তাঁরা সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ।

মেয়ো রোডের মতো ছোট রাস্তায় এক ঘণ্টার নোটিসে এই রকম মিটিং করা সম্ভব, তাই বিজেপি-র এই সভা ‘ফ্লপ’। কটাক্ষ করেছেন ডেরেক। দাঙ্গা ও দুর্নীতির ডাকাত অমিত শাহ-র মুখ্যমন্ত্রীর সততা নিয়ে প্রশ্ন তোলার কোনও অধিকার নেই। বাংলার মানুষ বিজেপিকে রাজ্য থেকে তাড়িয়ে সেই কুৎসা ও মিথ্যাচারের জবাব দেবেন। অমিত শাহের বক্তৃতার পর সাংবাদিক সম্মেলনে এসে এই ভাষাতেই বিজেপিকে তোপ দাগেন তৃণমূল সাংসদ।

Advertisement

আরও পড়ুন: বাংলায় সরকার গড়তে না পারলে বাকি সব মূল্যহীন: মমতাকে উৎখাতের ডাক শাহের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement