Baby Kole Expelled

বাম নেতাকে রাস্তায় ফেলে জুতোপেটা: শো কজ়ের জবাব মিলতেই বেবিকে বহিষ্কার করল তৃণমূল, নির্দেশ দিয়েছেন বক্সী

বাম নেতাকে রাস্তায় প্রকাশ্যে মারধর, জুতোপেটার ঘটনায় অভিযুক্ত দলের ‘নেত্রী’ বেবি কোলে বহিষ্কার করল তৃণমূল। বেবিকে আগেই শো কজ় করেছিল শাসকদল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ১৪:১৫
Share:

(বাঁ দিকে) প্রবীণ নেতাকে মারধর করছেন বেবি। (ডান দিকে) সুব্রত বক্সী। —ফাইল চিত্র।

বাম নেতাকে রাস্তায় প্রকাশ্যে মারধর, জুতোপেটার ঘটনায় অভিযুক্ত দলের ‘নেত্রী’ বেবি কোলে বহিষ্কার করল তৃণমূল। বেবিকে আগেই শো কজ় করেছিল শাসকদল। তার জবাব মেলার পরেই দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নির্দেশে বেবিকে দল থেকে বহিষ্কার করা হল।

Advertisement

সোমবার দুপুরে মেদিনীপুর শহরের প্রদ্যুৎস্মৃতি সদনে একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে যোগ দিতে গিয়ে তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘খড়্গপুরে প্রবীণ বাম নেতার প্রতি যে আচরণ হয়েছে, সেই ঘটনায় জেলা সভাপতি সুজয় হাজরা বেবি কোলেকে শো কজ় করেছিলেন। রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছে সেই শো কজ়ের জবাব যাওয়ার পরেই তিনি বেবি কোলেকে দল থেকে বহিষ্কার করার নির্দেশ দিয়েছেন।’’

গত সোমবার খড়্গপুরের খরিদা এলাকায় বাম নেতা অনিল দাসকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছিল ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূলনেত্রী বেবির বিরুদ্ধে। নিজেকে বাঁচাতে একটি রঙের দোকানে ঢুকে গিয়েছিলেন অনিল। সেখান থেকে তাঁকে টেনে বার করে এনে রাস্তায় ফেলে মারধর করা হয়। একটি ভিডিয়োয় দেখা গিয়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন), বৃদ্ধের গায়ে রং ঢেলে তাঁকে জুতোপেটা করছেন এক মহিলা। অনিল কোনও রকমে উঠে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। তাঁকে আবার রাস্তায় ফেলে মারধর করা হয়। পরে স্থানীয়দের সাহায্য নিয়ে খড়্গপুর টাউন থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন অনিল।

Advertisement

ওই ঘটনার পরেই বেবিকে শো কজ় করে তৃণমূল। পুলিশও বেবিকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে। পুলিশি জিজ্ঞাসাবাদের পর বেবিও প্রবীণ বাম নেতা অনিলের বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ দায়ের করেন। এ সব নিয়ে টানাপড়েনের মধ্যেই বেবিকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল তৃণমূল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement