BJP

Agnimitra Paul vs TMC: উত্তেজনাপূর্ণ, প্ররোচনামূলক বক্তৃতা অগ্নিমিত্রার! কমিশনে অভিযোগ তৃণমূলের

অভিযোগ প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, ‘‘যে ভিডিয়ো থেকে কেটে বা এডিট করে ওটা করা হয়েছে, তার আগের অংশটা তো শুনতে হবে। তা হলে বোঝা যাবে। বলছি তো, মারের বদলা মারই হবে। তৃণমূল সন্ত্রাস করবে, আমাদের কর্মকর্তাদের মারবে, মানুষ মারবে, আমরা কী করব?’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ মার্চ ২০২২ ২০:৪১
Share:

আসানসোল বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে প্ররোচনামূলক ভাষনের অভিযোগ তৃণমূলের। নিজস্ব চিত্র।

এবার আসানসোল লোকসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে উত্তেজনাপূর্ণ, প্ররোচনামূলক বক্তৃতা দেওয়ার অভিযোগ তুলল তৃণমূল। বৃহস্পতিবারজাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তাঁরা। অগ্নিমিত্রার বক্তব্যের নয় সেকেন্ডের একটি অংশের ভিডিয়ো-সহ লিখিত অভিযোগ দায়ের করেছেন বাংলার শাসকদল। ভিডিয়োটি আসানসোল উত্তরের বিধায়ক তথা রাজ্যের পূর্তমন্ত্রী মলয় ঘটকের টুইটার হ্যান্ডলেও পোস্ট করা হয়েছে। ভিডিয়োটিতে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রাকে বলতে শোনা যাচ্ছে, ‘‘মারের বদলা মার হবে।’’ নয় সেকেন্ডের ভিডিয়োটির ওই অংশ নিয়ে আপত্তি জানিয়েছে তৃণমূল। দলীয় মুখপাত্র কুণাল ঘোষ এই বিষয়ে নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। যদিও আনন্দবাজার অনলাইন ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি।

Advertisement

বৃহস্পতিবার বিকেলে আসানসোল রবীন্দ্র ভবনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্‌হার সমর্থনে এক কর্মীসভার ফাঁকে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক বলেন, ‘‘বুধবার রাত আমার হোয়াটস্‌অ্যাপে বিজেপি প্রার্থীর একটি বক্তব্যের ভিডিয়ো আসে। সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘মারের বদলা মার হবে’। এটা তো প্ররোচনা দেওয়া ও উত্তেজনা ছড়ানোর জন্য যথেষ্ট। তিনি হুমকি দিচ্ছেন। তাঁর কথা শুনে মনে হচ্ছে আগ্নেয়াস্ত্র দিয়েও হামলা করা হতে পারে।’’ মন্ত্রী আরও বলেন, ‘‘নরেন্দ্রনাথ চক্রবর্তীকে যদি তাঁর উক্তির জন্য নির্বাচনী প্রচারে সাতদিনের জন্য নিষিদ্ধ করা হয়, তাহলে বিজেপি প্রার্থীর বক্তব্যের ক্ষেত্রেও একইরকম পদক্ষেপ করা হবে আশা করি।’’

Advertisement

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, ‘‘যে ভিডিয়ো থেকে কেটে বা এডিট করে ওটা করা হয়েছে, তার আগের অংশটা তো শুনতে হবে। তা হলে বোঝা যাবে। বলছি তো, মারের বদলা মারই হবে। তৃণমূল সন্ত্রাস করবে, আমাদের কর্মকর্তাদের মারবে, মানুষ মারবে, আমরা কী করব?’’ তিনি আরও বলেন, ‘‘বীরভূমের রামপুরহাটে ১২ জনের খুন এই তৃণমূল জমানাতেই হয়েছে। ২ মে-র পর থেকে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। পাণ্ডবেশ্বরের বিধায়ক বলছেন, কট্টর বিজেপি-দের ভোট দিতে দেওয়া যাবে না। এগুলো কী? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হবে। সেটা করে দেখান। তাহলে তাঁকে ধন্যবাদ জানাব।’’

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্য দিকে, বৃহস্পতিবার অগ্নিমিত্রার ভোটপ্রচারের মাইক বন্ধ করে দিয়েছে পুলিশ। উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য ৭২ ঘণ্টা আগে মাইক নিষিদ্ধ হয়েছে। কিন্তু নিয়ম বহির্ভূতভাবে অগ্নিমিত্রা মাইক বাজিয়ে প্রচার করছিলেন বলে অভিযোগ। আসানসোল দক্ষিণের ডামরা থেকে মহিশীলা কলোনীর দিকে তাঁর শোভাযাত্রা যাচ্ছিল মাইক বাজিয়ে। সেই সময় পুলিশ এসে ওই নির্দেশনামার কথা জানান প্রার্থীকে। এরপরেই মাইক ও বক্স বন্ধ করে দেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন