Pahalgam Incident Row

পহেলগাঁও হামলার পর কাশ্মীরে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল, পৌঁছোল শ্রীনগরে

ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ চালানোর পর উপত্যকার পরিস্থিতি বর্তমানে থমথমে। এ হেন পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীর এলাকার মানুষ কেমন আছেন, তা জানতেই তৃণমূলের প্রতিনিধিদল সেখানে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ২১:১২
Share:

বুধবার সন্ধ্যায় শ্রীনগর বিমানবন্দরে তৃণমূলের প্রতিনিধিদল। ছবি: সংগৃহীত।

পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর প্রায় এক মাস হতে চলল। কেমন আছেন ভূস্বর্গের মানুষ? তা জানতে কাশ্মীরে পৌঁছোল তৃণমূলের প্রতিনিধিদল। বুধবার সন্ধ্যায় তারা শ্রীনগরে পৌঁছেছে। তৃণমূলের এক্স হ্যান্ডলের একটি পোস্টে জানানো হয়েছে সে কথা। লেখা হয়েছে, ‘‘আমাদের পাঁচ সদস্যের প্রতিনিধিদল আজ শ্রীনগরে পৌঁছেছে শোকাহত পরিবারগুলির পাশে দাঁড়াতে এবং ওই ভয়াবহ ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আন্তরিক সমবেদনা জানাতে।’’

Advertisement

তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েনের নেতৃত্বে সাংসদ নাদিমুল হক, সাগরিকা ঘোষ, মমতা ঠাকুর এবং রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া প্রতিনিধিদলে রয়েছেন। তাঁরা ২১ থেকে ২৩ মে পর্যন্ত ভূস্বর্গে থাকবেন। জঙ্গি হামলার পরে কাশ্মীরের পর্যটনে ব্যাপক ধস নেমেছে। সেখানকার পর্যটনশিল্প তো বটেই, প্রভাব পড়েছে জনজীবনেও। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ চালানোর পর উপত্যকার পরিস্থিতি বর্তমানে থমথমে। এ হেন পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীর এলাকার মানুষ কেমন আছেন, তা জানতেই তৃণমূলের প্রতিনিধিদল সেখানে গিয়েছে।

তৃণমূল সূত্রে খবর, তিন দিনের এই কাশ্মীর সফর থেকে ফিরে মুখ্যমন্ত্রীর কাছে একটি রিপোর্ট দেবে ওই কমিটি। আপাতত নিজেদের সফর নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ তৃণমূলের কোনও প্রতিনিধি। কারণ, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পরেই মুখ্যমন্ত্রী দলের সর্বস্তরের নেতাদের নির্দেশ দিয়েছেন যে, প্রকাশ্যে যেন কেউ কোনও বিবৃতি না দেন। তাই এ ক্ষেত্রেও ওই প্রতিনিধিদলের কোনও সদস্য প্রকাশ্যে মন্তব্যে নারাজ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement