মেডিক্যালে চিকিৎসা করবেন মোয়াজ্জেম

চিকিৎসকের পদ ছেড়ে যোগ দিয়েছিলেন রাজনীতিতে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ফের চিকিৎসক হিসেবে কাজ শুরু করলেন তৃণমূলের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন। মঙ্গলবার দুপুরে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়ে বিনা পারিশ্রমিকে চিকিৎসক হিসেবে কাজে যোগ দিলেন তিনি। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৮ ০২:৫২
Share:

— ফাইল চিত্র।

চিকিৎসকের পদ ছেড়ে যোগ দিয়েছিলেন রাজনীতিতে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ফের চিকিৎসক হিসেবে কাজ শুরু করলেন তৃণমূলের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন। মঙ্গলবার দুপুরে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়ে বিনা পারিশ্রমিকে চিকিৎসক হিসেবে কাজে যোগ দিলেন তিনি।

Advertisement

আসন্ন লোকসভা নির্বাচন। এমন সময়ে তৃণমূলের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন চিকিৎসক হিসেবে কাজে যোগ দেওয়ায় দলেরই অন্দরেই শুরু হয়েছে জোর জল্পনা। তৃণমূলের একাংশের দাবি, লোকসভা ভোটের আগেই জেলার রাজনীতিতে বদল আসতে চলেছে। কংগ্রেস থেকে বড় কোনও নাম তৃণমূলে আসতে পারেন। সেক্ষেত্রে তাঁর হাতেই জেলার তৃণমূলের ব্যাটন চলে যাবে। মোয়াজ্জেম সেই রদবদলের আঁচ পেয়েই লোকসভা ভোটের মুখে ফের চিকিৎসকের পদে যোগ দিলেন বলে মত শাসক দলেরই অধিকাংশ নেতানেত্রীদেরই। যদিও পালাবদলের প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি মোয়াজ্জেম হোসেন।

২০১৪ সালে চিকিৎসকের চাকরি ছেড়ে মোয়াজ্জেম তৃণমূলে যোগ দেন। দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের প্রার্থী হন। হেরে গেলেও মুখ্যমন্ত্রী তাঁকে মালদহে দলের জেলা সভাপতি করেছিলেন। তবে তাঁর নেতৃত্বতে বিধানসভা নির্বাচন লড়াই করে জেলায় খাতা খুলতে পারেনি তৃণমূল। ফেব্রুয়ারিতেই মালদহ সফরে প্রশাসনিক সভায় মোয়াজ্জেমকে চিকিৎসকের কাজ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মোয়াজ্জেম বলেন, “সপ্তাহে দুই থেকে তিন দিন সকাল দশটা থেকে ১টা পর্যন্ত মেডিক্যাল কলেজে চিকিৎসায় ব্যস্ত থাকব। আর দুপুরের পর থেকে দলের কাজকর্ম সামাল দেব।” মুখ্যমন্ত্রীর নির্দেশের দশ মাস পরে কেন যোগ দিলেন? তিনি বলেন, “পঞ্চায়েত নির্বাচন থাকায় যোগ দিতে দেরি হয়েছে। জেলাতে পঞ্চায়েত নির্বাচনে ফলও ভাল হয়েছে। এ ছাড়া জেলায় সংগঠন মজবুত হয়েছে।”

মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রতীপকুমার কুণ্ডু বলেন, “এমসিআই-এর নিয়ম অনুযায়ী চিকিৎসক পর্যাপ্ত রয়েছে ঠিকই। তবে এখানে রোগীর চাপ খুব। মোয়াজ্জেম হোসেনের অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন