TMC

পঞ্চায়েত ভোটে ভুল যেন না হয়, শাসানি নেতার

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার কাটিয়াহাট ব্লক তৃণমূল সভাপতি প্রকাশ সর্দারের এই ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ০৫:৪৮
Share:

আঙুল তুলে শাসাচ্ছেন তৃণমূল নেতা। ছবি: সমাজমাধ্যম।

দুয়ারে সরকার শিবির পরিদর্শনে গিয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতা। মহিলাদের হুঁশিয়ারি দিচ্ছেন তিনি, এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (তার সত্যতা খতিয়ে দেখেনি আনন্দবাজার)। সেখানে ওই তৃণমূল নেতাকে আঙুল উঁচিয়ে মহিলাদের বলতে শোনা যাচ্ছে, ‘‘লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো? মুখ্যমন্ত্রীর কথা মনে আছে? সামনে পঞ্চায়েত ভোটে ভুল যেন না হয়!’’

Advertisement

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার কাটিয়াহাট ব্লক তৃণমূল সভাপতি প্রকাশ সর্দারের এই ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তবে তিনি যে এ কথা বলেছেন, তা অস্বীকারও করছেন না প্রকাশ। প্রকাশ পরে বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর প্রকল্পের সুবিধা নেবে, আর অন্য দলকে ভোট দেবে— তা হবে না। রাজ্য সরকারের সুবিধা নিলে রাজ্য সরকারকেই দেখতে হবে। না হলে বিরোধীদের থেকে সুবিধা নিতে হবে।’’

ঘটনার নিন্দা করে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি পলাশ সরকার বলেন, ‘‘সরকারি কর্মসূচিতে যোগদান করে তৃণমূল নেতা প্রকাশ্যে রাজনীতি করছেন। দুয়ারে সরকার ক্যাম্পে সরকারি আধিকারিকেরা কী করছিলেন? ক্যাম্পে যে ভাবে রাজনীতি হচ্ছে, এটা বন্ধ হওয়া উচিত।’’

Advertisement

বসিরহাট সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি শমীক রায় অধিকারী কার্যত প্রকাশের পাশেই দাঁড়িয়েছেন। তিনি বলেন, ‘‘উনি (প্রকাশ) কী বলেছেন, জানি না। তবে বিজেপির সমালোচনাকে গুরুত্ব দেয় না তৃণমূল।’’ পাশাপাশি তাঁর সংযোজন, ‘‘এ কথা অস্বীকার করা যাবে না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছেন। তাই মানুষের উচিত এই সরকারের পাশে থাকা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন