প্রতিবাদের জেরে খুন, দাবি নিহতের পরিবারের

সবে শেষ হয়েছে রবিবারের সন্ধ্যার আজান। স্বামী মুক্তার শেখের জন্য চা বসান স্ত্রী সাইনারা বেগম। চা আর খাওয়া হয়নি আরামবাগের ওই তৃণমূল নেতার। 

Advertisement

পীযূষ নন্দী

আরামবাগ শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ০৩:৫৬
Share:

সবে শেষ হয়েছে রবিবারের সন্ধ্যার আজান। স্বামী মুক্তার শেখের জন্য চা বসান স্ত্রী সাইনারা বেগম। চা আর খাওয়া হয়নি আরামবাগের ওই তৃণমূল নেতার।

Advertisement

‘মু্ক্তারদা একবার আসুন’— ডাকে বাড়ির বাইরে গিয়েছিলেন। ঘণ্টাখানেক পরে বাড়ির কিছুটা দূরে মৃতদেহ মেলে মজফ্ফরপুর গ্রামের বাসিন্দা মুক্তারের। সাইনারার দাবি, তাঁর সামনেই মারতে মারতে মুক্তারকে নিয়ে যাওয়া হয়েছিল। ঘটনাস্থলে গিয়ে কারও সাহায্য চেয়েও তিনি পাননি। কারা ডেকেছিল? সাইনারার দাবি, ‘‘হরিণখোলা-১ পঞ্চায়েতের প্রধান লাল্টু খান এবং ওর সঙ্গী নুরুল হুদা। বাইরে যে ওরা লোক জমায়েত করেছিল, বুঝতে পারিনি। তা হলে ওকে বেরোতে দিতাম না। স্বামী ওই পঞ্চায়েতের নানা দুর্নীতির প্রতিবাদ করছিল। তাই খুন হতে হল।’’

রবিবার রাতেই আব্দুল আজিজ খান ওরফে লাল্টু-সহ দলের ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সাইনারা। তার ভিত্তিতে পুলিশ দুই যুব তৃণমূল কর্মীকে ধরেছে। ধৃতেরা হল শেখ আখতার এবং সাহেব সিংহ। মূল অভিযুক্ত লাল্টু-সহ বাকিদের খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছে। ধৃতেরা লাল্টুর অনুগামী বলে স্থানীয় লোকজন এবং তৃণমূলের একাংশের দাবি। লাল্টু অভিযোগ মানেনি। আরামবাগ-সহ সাম্প্রতিক কয়েকটি খুনের ঘটনা দলের গোষ্ঠীদ্বন্দ্বের পরিণতি কিনা, সে প্রসঙ্গে সোমবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘দীর্ঘদিন ধরে বিরোধী দলগুলি, বিশেষত বিজেপি গোলমাল বাধানোর চেষ্টা করছে। এর পরিণামেই কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন