TMC

চুনোপুঁটি ধরলেই হবে না, দুর্নীতিতে দলের ‘রাঘব বোয়ালদের’ বিঁধলেন মন্ত্রী রাজীব

আমপান-এর ক্ষতিপূরণ দেওয়াকে ঘিরে দুর্নীতির অভিযোগে জেলায় জেলায় দলীয় স্তরে স্থানীয় নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তৃণমূল। তা নিয়েই জেলা নেতৃত্বের বিরুদ্ধে এই ক্ষোভ জানিয়েছেন দলে তরুণ প্রজন্মের অন্যতম মুখ রাজীব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ জুলাই ২০২০ ০৪:২৩
Share:

রাজীব বন্দ্যোপাধ্যায়

দুর্নীতির প্রশ্নে দলের ‘রাঘব বোয়াল’দের দিকে আঙুল তুললেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘দলকে সত্যিই যদি দুর্নীতিমুক্ত করতে হয়, তা হলে সবাইকে ধরতে হবে। শুধু চুনোপুঁটিকে ধরলেই হবে না, রাঘব বোয়ালদের ধরতে হবে। তা না হলে মানুষের কাছে ভুল বার্তা যাবে।’’

Advertisement

আমপান-এর ক্ষতিপূরণ দেওয়াকে ঘিরে দুর্নীতির অভিযোগে জেলায় জেলায় দলীয় স্তরে স্থানীয় নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তৃণমূল। তা নিয়েই জেলা নেতৃত্বের বিরুদ্ধে এই ক্ষোভ জানিয়েছেন দলে তরুণ প্রজন্মের অন্যতম মুখ রাজীব। এটা কি শুধু তারই বহিঃপ্রকাশ? রাজীবের উত্তর, ‘‘আমি যা বলার, সামগ্রিক ভাবেই বলেছি।’’

এ নিয়ে তৃণমূল শিবিরে গুঞ্জন চলছে, কোন ‘রাঘব বোয়াল’দের ইঙ্গিত করতে চেয়েছেন রাজীব? এটা কি তাঁর আগামী দিনের অন্য রকম কোনও রাজনৈতিক পদক্ষেপের পূর্বাভাস? অবশ্যই এ সব কথার রাজনৈতিক ব্যাখ্যা মেলেনি। তবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এ প্রসঙ্গে বলেন, ‘‘মন্ত্রীরা মানুষকে পরিষেবা দিতে পারছেন না। তাই এ সব বলছেন। তবে তৃণমূলে থেকে এ সব বলে কোনও লাভ নেই।’’

Advertisement

আরও পড়ুন: মাস্ক না পরলে ‘স্পট ফাইন’ নয় কেন?

বিষয়টি নিয়ে কয়েক দিন ধরেই জেলা তৃণমূল নেতৃত্বের মধ্যে টানাপড়েন চলছিল। বৃহস্পতিবার দলের এক পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ তিন পদাধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর তা আরও জটিল হয়ে যায়। এই তিন জনের বিরুদ্ধে পদক্ষেপের কথা উল্লেখ না করলেও জেলা সভাপতি অরূপ রায়ের বিরুদ্ধে তাঁরই ঘনিষ্ঠ কয়েক জনকে আড়াল করার অভিযোগ করেন রাজীব। তাঁর অভিযোগ, মধ্য হাওড়ার এক দলীয় পদাধিকারী ও হাওড়া পুরসভার এক প্রাক্তন মেয়র পারিষদকে ঘিরে। অরূপবাবুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই দু’জনের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি-সহ বহু অভিযোগ রয়েছে দলে।

তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় এ দিন জেলা সভাপতির বিরুদ্ধেই ক্ষোভ জানিয়েছেন রাজীব। তিনি বলেন, ‘‘ব্যবস্থা নিতে হলে এদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। এদের জন্য দল কলঙ্কিত হচ্ছে।’’

জেলার গুরুত্বপূর্ণ নেতা ও মন্ত্রিসভায় সতীর্থ রাজীবের এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের জেলা সভাপতি অরূপবাবু। তিনি বলেন, ‘‘আমি প্রথম দিন থেকে দলের কর্মী। দল যে ভাবে র্নিদেশ দিয়েছে, সেই ভাবে কাজ করেছি।’’ তাঁর অনুগামী হিসেবে চিহ্নিত হাওড়া শহরের ওই নেতার পক্ষে যুক্তি দিয়ে দুর্নীতির অভিযোগ খারিজও করেছেন তিনি। অরূপের অনুগামীদের দাবি, পঞ্চায়েতে যে তিন জনের বিরুদ্ধে পদক্ষেপের কথা হয়েছে, তাঁরা রাজীবের ঘনিষ্ঠ। তাই এই অভিযোগ তোলা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন