Parthasarathi Chatterjee

রানাঘাট পুর প্রশাসকের পদ ছাড়লেন পার্থসারথি চট্টোপাধ্যায়

রানাঘাট উত্তর-পশ্চিমের তৃণমূল বিধায়ক পার্থসারথি। সম্প্রতি প্রকাশ্যে দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রানাঘাট শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২১ ১৭:১৬
Share:

পার্থসারথি চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র।

এক দিন আগেই জেলার সহ সভাপতি পদ থেকে সরিয়ে দিয়েছে দল। এ বার নিজেই রানাঘাট পৌরসভার প্রশাসক পদ থেকে ইস্তফা দিলেন পার্থসারথি চট্টোপাধ্যায়। দলের সঙ্গে মতানৈক্যের জেরেই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

Advertisement

রানাঘাট উত্তর-পশ্চিমের তৃণমূল বিধায়ক পার্থসারথি। সম্প্রতি প্রকাশ্যে দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। ভোটকৌশলী প্রশান্ত কিশোরের সংস্থার হাতে নির্বাচনের দায়িত্ব তুলে দেওয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। বলেন, ‘‘এজেন্সি নিয়ে দল চলছে। অসম্মান সহ্য করে পদে থাকা যায় না।’’

এই নিয়ে দলের সঙ্গে ক্রমশই দূরত্ব বাড়ছিল পার্থসারথির। তৃণমূল নেতৃত্ব যদিও এই মুহূর্তে তাঁকে কোনও মন্তব্য করতে চাননি। তবে পার্থসারথিকে ইতিমধ্যেই দলে স্বাগত জানিয়েছেন, রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন, ‘‘আগামী দিনে তৃণমূল বলে কিছু থাকবে না। যাঁরা ওখানে মর্যাদা পাচ্ছেন না, তৃণমূলে চলে আসুন।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন