Abhishek Banerjee

চোরেরা দল ছেড়েছে, বাঁচা গিয়েছে, নাগরাকাটার সভায় বললেন অভিষেক

নাগরাকাটা ইউরোপিয়ান ক্লাব ময়দানে সভার মঞ্চে বিজেপি-কে আক্রমণ অভিষেকের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২১ ১৫:১৭
Share:

নাগরাকাটার জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

সাগর থেকে পাহাড়, গোটা বাংলাই মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়। জলপাইগুড়ির নাগরাকাটায় এক জনসভা থেকে এই দাবি করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই সভা থেকে বিজেপি চ্যালেঞ্জ জানিয়ে তাঁর মন্তব্য, ‘‘‘ক্ষমতা থাকলে পড়ে নাও, বাংলা নিজের মেয়েকেই চায়। সাগর থেকে পাহাড় মানুষের রায়, বাংলা নিজের মেয়েকে চায়। দিল্লির অন্যায়ের বিরুদ্ধে লড়বেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই।’’

Advertisement

শনিবার বিজেপি-র ‘পরিবর্তন যাত্রা’র মাঝেই শুরু হয় অভিষেকের জনসভা। দুপুর ৩টে নাগাদ নাগরাকাটা ইউরোপিয়ান ক্লাব ময়দানে সভার মঞ্চে বক্ততা করেন অভিষেক। তিনি বলেন, ‘‘কাকে ভোট দেবেন, সেটা আপনাদের সিদ্ধান্ত। আমরা কিন্তু মাথা নত করে ৫ বছর কাজ করব। আপনারা কি চান, বাংলার মেয়ে দিল্লির কাছে মাথা নত করুক? বহিরাগতদের বশ্যতা স্বীকার করুক বাংলার মেয়ে, এটাই কি চান?’’

Advertisement

    এক নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য:

    • কাকে ভোট দেবেন, সেটা আপনাদের সিদ্ধান্ত। আমরা কিন্তু মাথা নত করে ৫ বছর কাজ করব। আপনারা কি চান বাংলার মেয়ে দিল্লির কাছে মাথা নত করুক? বহিরাগতদের বশ্যতা স্বীকার করুক বাংলার মেয়ে, এটা কি চান?
    • বহিরাগতদের বাংলা থেকে বিদায় দিতে হবে।
    • এক দিকে বলছে, আত্মনির্ভর ভারত, আর অন্য দিকে, রিমোট কন্ট্রোল নিজের হাতে রাখছে।
    • আপনি ধনী হোক বা গরিব, সকলেই স্বাস্থ্যসাথী কার্ড পাবেন।
    • ক্ষমতা থাকলে পড়ে নাও, বাংলা নিজের মেয়েকেই চায়। সাগর থেকে পাহাড় মানুষের রায়, বাংলা নিজের মেয়েকে চায়। দিল্লির অন্যায়ের বিরুদ্ধে লড়বেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই।
    • মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছেন, দিলীপ ঘোষের বাড়ির লোক সেই কার্ড নিয়ে যাচ্ছেন।
    • বাংলা থেকে ৫ লক্ষ ২৫ হাজার টাকা নিয়ে গিয়েছে। সেই টাকা দিয়ে এমএলএ কিনছে।
    • বিএসএনএল, এয়ার ইন্ডিয়াকে বেচে দিয়েছে বিজেপি। জ্বালানি তেলের দাম লাগাতার বাড়ছে।
    • উন্নয়নের নামে দেশে লুঠ করছে বিজেপি। আচ্ছে দিন কবে আসবে? কবে পাওয়া যাবে প্রতিশ্রুতির ১৫ লাখ। দিদি কিন্তু সব প্রতিশ্রুতিই পালন করেছেন।
    • কেন সোনার উত্তরপ্রদেশ হয়নি, আগে সেই উত্তর দাও। আগে সোনার ভারত গড়ো, তারপর বাংলা নিয়ে ভাববে।
    • তেলের দাম লাগাতার বাড়ছে।
    • তুমি করলে সাধু, আমি করলে চোর? পোকামাকড়রা অন্য ক্ষেতে চলে গেছে, দলের ক্ষতি হয়নি। চোরেরা দল ছেড়েছে, বাঁচা গিয়েছে।
    • মা দুর্গাকে যাঁরা অপমান করেন, বাংলা তাঁদের চায় না।
    • নাগরাকাটায় গর্জন শুনে যাও বিজেপি।
    • আমাকে চমকে-ধমকে লাভ নেই।
    • মহিলাদের যাঁরা অপমান করে, বাংলা তাঁদের চায় না।
    • তুমি করলে রামলীলা, আমি করলে ক্যারেক্টার ঢিলা।
    • দিল্লির অন্যায়ের বিরুদ্ধে লড়বেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়।
    (সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

    আনন্দবাজার অনলাইন এখন

    হোয়াট্‌সঅ্যাপেও

    ফলো করুন
    অন্য মাধ্যমগুলি:
    Advertisement
    Advertisement
    আরও পড়ুন