হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তৃণমূল সাংসদ সৌগত রায়কে। —নিজস্ব চিত্র।
অসুস্থ দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। সোমবার লোকসভা অধিবেশন শেষে সংসদ থেকে বেরোনোর সময়ে প্রচণ্ড ঘাম হয় তাঁর। তৃণমূলের সতীর্থ সাংসদেরাই সৌগতকে নিয়ে যান রামমনোহর লোহিয়া হাসপাতালে। সেখানকার চিকিৎসকেরা তাঁকে দেখেছেন।
জানা যাচ্ছে, একটি ইসিজি করা হয়েছে তৃণমূলের প্রবীণ সাংসদের। আরও একটি ইসিজি করা হবে। তবে তাঁকে ভর্তি করার প্রয়োজন নেই বলে তৃণমূল নেতৃত্বকে জানিয়েছেন চিকিৎসকেরা।
সোমবার বাজেট অধিবেশনে জি়রো আওয়ারে ‘ভূতুড়ে’ ভোটার নিয়ে সংসদে সরব হন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাতে যোগ দেন সৌগতও। তৃণমূল সাংসদদের দাবি, ভোটার তালিকায় গরমিলের দায় নির্বাচন কমিশনেরই। হট্টগোল হয়। সৌগত বক্তব্য করতে গিয়ে বাধা পান। অন্য দিকে, কংগ্রেসই তৃণমূলের এই ইস্যুকে সমর্থন করে সুর চড়ায়। রাহুল গান্ধী দাবি করেন, শুধু পশ্চিমবঙ্গ নয়, বিভিন্ন রাজ্যেই ভোটার তালিকায় গরমিল হয়েছে। অধিবেশন ওয়াকআউট করেন বিরোধী সাংসদরা।
তার মধ্যে আচমকা অসুস্থ বোধ করেন সৌগত। সংসদের কর্মীরা তাঁকে হুইল চেয়ারে বসিয়ে অধিবেশন কক্ষ থেকে বার করে নিয়ে যান। ৭৭ বছরের সৌগতের কী কী শারীরিক সমস্যা রয়েছে, পরীক্ষা করে দেখছেন চিকিৎসকেরা।