পুড়ল তৃণমূলের পার্টি অফিস, উত্তপ্ত দমদম

ভোটের মুখে তৃণমূলের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত দমদম। বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয় দক্ষিণ দমদম পুরসভা এলাকার সুভাষনগরের তৃণমূল কার্যালয়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৬ ১২:৫৮
Share:

তৃণমূলের পুড়ে যাওয়া অফিস। নিজস্ব চিত্র।

ভোটের মুখে তৃণমূলের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত দমদম। বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয় দক্ষিণ দমদম পুরসভা এলাকার সুভাষনগরের তৃণমূল কার্যালয়ে। তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দাবি, সিপিএমই ঘটিয়েছে এই ঘটনা। অভিযোগ উড়িয়ে সিপিএমের দাবি, গোষ্ঠী কোন্দলের জেরেই আগুন তৃণমূলের পার্টি অফিসে।

Advertisement

যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেই সুভাষনগর আমতলা দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের কাছে। দক্ষিণ দমদম পুরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মাঝমাঝি ওই এলাকায় তৃণমূলের একটি অফিস তৈরি হয়েছিল। শুক্রবার সকালে দেখা যায়, অফিসটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই খবর জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। তৃণমূল নেতা বরুণ নট্ট বলেন, ‘‘আমার দৃঢ় বিশ্বাস, সিপিএম আশ্রিত দুষ্কৃতীরাই আমাদের পার্টি অফিসে আগুন লাগিয়েছে। আমরা দমদম থানায় অভিযোগ জানিয়েছি। প্রশাসনকে বলেছি, তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে।’’

তৃণমূলের অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন স্থানীয় সিপিএম নেতা শিশির বল। তিনি বলেন, ‘‘আমরা নিজেরাই এই এলাকায় সন্ত্রস্ত হয়ে রয়েছি। তা ছাড়া অন্য দলের অফিস জ্বালিয়ে দেওয়া আমাদের সংস্কৃতি নয়। তৃণমূলের গোষ্ঠী কোন্দলেই ওই পার্টি অফিস পুড়েছে।’’

Advertisement

ভোট ঘোষণা হওয়ার পর থেকেই সুভাষনগর এলাকা উত্তপ্ত হতে শুরু করেছে। দিনকয়েক আগে দেওয়াল দখলকে ঘিরে তৃণমূল-সিপিএম সংঘর্ষ হয় ওই এলাকায়। জখম হন কয়েক জন সিপিএম সমর্থক। দুই তৃণমূল কর্মীকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল। তবে তাঁদের জামিন হতে সময় লাগেনি। এর পর আবার তৃণমূলের পার্টি অফিস পোড়ার ঘটনা ঘটায় এলাকার পরিস্থিতি থমথমে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement