TMC Docu Feature

মহিলা ভোট রক্ষায় সিনেমা তৃণমূলের

‘লক্ষ্মীর ভান্ডার’, ‘কন্যাশ্রী, ‘রূপশ্রী’, ‘স্বাস্থ্যসাথী’র মতো প্রকল্পের সুবিধায় রাজ্যের সাধারণ মানুষ স্বনির্ভর হচ্ছেন। এই বক্তব্য প্রতিষ্ঠায় তৃণমূলের এই ছবি তৈরির পিছনে রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ০৮:৫৪
Share:

অভিষেক বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

মহিলা ভোট-ব্যাঙ্ক সামলে রাখতে ভোটের প্রচারে ‘লক্ষ্মীর পাঁচালি’র সুরে গান বেঁধেছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যে এ বার বাণিজ্যিক সিনেমার আদলে ছোট তথ্য-কাহিনি চিত্রও তৈরি করল তারা। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে বাঁধা সেই গল্পের মুখ্য চরিত্রে হাজির হয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়ের মতো পেশাদার শিল্পীরা। পরিচালনা করেছেন তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী।

‘লক্ষ্মীর ভান্ডার’, ‘কন্যাশ্রী, ‘রূপশ্রী’, ‘স্বাস্থ্যসাথী’র মতো প্রকল্পের সুবিধায় রাজ্যের সাধারণ মানুষ স্বনির্ভর হচ্ছেন। এই বক্তব্য প্রতিষ্ঠায় তৃণমূলের এই ছবি তৈরির পিছনে রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরকারি প্রকল্পকে সামনে রেখে দলের ভোট প্রচার করতে চাইলেও ৪৫ মিনিটের ছবিটিকে ব্যতিক্রমী ভাবেই দলের রং ও গন্ধ থেকে দূরে রাখার চেষ্টা হয়েছে। ‘নন্দন’ প্রেক্ষাগৃহে বুধবার অভিষেক ছাড়াও ছবিটি দেখতে হাজির ছিলেন দলের সাংসদ ও নেতা-মন্ত্রীরা। ‘লক্ষ্মী এল ঘরে’ নামের ছবিটি পাড়ায় পাড়ায় দেখানোর ব্যবস্থা করছে তৃণমূল।

সরকারের সাফল্য প্রচারে এ দিনই বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের ভবানীপুরের বাড়িতে গিয়েছিলেন অভিষেক। মল্লিক-দম্পতির সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি চিঠি এবং সরকারের কাজের বিবরণ সংবলিত ‘উন্নয়নের পাঁচালি’ দিয়েছেন তাঁদের। রাজ্যের সর্বত্র দল ও সরকারের কাজের প্রচারে প্রায় দেড় হাজার বিশিষ্ট মানুষের কাছে পৌঁছনোর এই কর্মসূচিতে এ দিন অভিষেকের সঙ্গে ছিলেন প্রবীন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন