ধর্মঘটের বিরোধিতা করে মিছিল

ব্যবসায়ীদের দোকান খোলা রাখার আর্জি জানানো হয়। অন্য দিকে, বোলপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও এ দিন বোলপুরের নানা প্রান্তে মাইকে করে ঘোষণা করা হয়েছে যাতে ব্যবসায়ীরা দোকান খোলা রাখেন। তাঁরা জানান, দু’দিন ধর্মঘট মানে সেটি অর্থনৈতিক ক্ষতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর ও মহম্মদবাজার শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৯ ০৪:০৫
Share:

বিপক্ষে: বন্‌ধের বিরোধিতায় মিছিল। সোমবার বোলপুরে। নিজস্ব চিত্র

আজ, মঙ্গল এবং আগামীকাল বুধবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। এর আগে ধর্মঘটকে সমর্থন করতে পথে নেমেছিল বেশ কয়েকটি সংগঠন। সোমবার ধর্মঘটের বিরোধিতা করে একটি পদযাত্রা করে বোলপুর শহর ও ব্লক তৃণমূল। ব্যবসায়ীদের দোকান খোলা রাখার আর্জি জানানো হয়। অন্য দিকে, বোলপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও এ দিন বোলপুরের নানা প্রান্তে মাইকে করে ঘোষণা করা হয়েছে যাতে ব্যবসায়ীরা দোকান খোলা রাখেন। তাঁরা জানান, দু’দিন ধর্মঘট মানে সেটি অর্থনৈতিক ক্ষতি। এমন হোক সেটা কেউই চান না। তাই সকল ব্যবসায়ীকে দোকান খোলা রাখতে অনুরোধ জানানো হয়েছে। ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার বোলপুর অর্ধদিবস এবং বুধবার পূর্ণদিবস বন্ধ থাকে। কিছু দোকান অবশ্য খোলা থাকে। তাই যেমনটা অন্য সপ্তাহে হয়, কোনও অসুবিধা না থাকলে সে ভাবেই দোকান খোলা রাখবেন তাঁরা।

Advertisement

অন্য দিকে, বন্‌ধের সমর্থনে সিপিএমের মিছিল বের হল মহম্মদবাজারে। সোমবার বিকেলে। যোগ দেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোম, জেলা কমিটির সদস্য অরুণ মিত্র, প্রভাস মাল, মাধবী বাগদী, ধীরেন বাগদী, সুশীল ধাঙড় সহ শ’খানেক দলীয় কর্মী। রামচন্দ্রবাবু জানান, ১২ দফা দাবিতে বন্‌ধের ডাক দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসের দামের প্রতিবাদ, শ্রমিকদের পর্যাপ্ত বেতনের দাবি। সাধারণ ধর্মঘট সফল করার আহ্বান জানানো হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন