পিএসি নিয়ে এ বার তৈরি নতুন কৌশল

তাঁদের মধ্যে দু’জনকে দিয়ে পিএসি চেয়ারম্যানের জন্য প্রস্তাব করালে এক দিকে যেমন খাতায়-কলমে প্রথা মানা যাবে, আবার অন্য দিকে কংগ্রেস পরিষদীয় নেতা আব্দুল মান্নানের কর্তৃত্বকেও চ্যালেঞ্জের মুখে ফেলা যাবে!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৮ ০৩:৫২
Share:

ফাইল চিত্র।

বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান পদ নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপড়েন অব্যাহত। তারই মধ্যে ‘দলত্যাগী’ বিধায়কদের দিয়ে পাল্টা প্রস্তাব আনিয়েই পিএসি চেয়ারম্যান পদের জন্য বিরোধী দলের প্রস্তাব খারিজের কৌশল নিচ্ছে শাসক শিবির। বাইরে দলত্যাগ করলেও বিধানসভার মধ্যে ১৭ জন বিধায়ক এখনও কংগ্রেসেরই। তাঁদের মধ্যে দু’জনকে দিয়ে পিএসি চেয়ারম্যানের জন্য প্রস্তাব করালে এক দিকে যেমন খাতায়-কলমে প্রথা মানা যাবে, আবার অন্য দিকে কংগ্রেস পরিষদীয় নেতা আব্দুল মান্নানের কর্তৃত্বকেও চ্যালেঞ্জের মুখে ফেলা যাবে!

Advertisement

আগে দু’বার কংগ্রেসের আপত্তি সত্ত্বেও তাদের দল থেকেই মানস ভুঁইয়া ও শঙ্কর সিংহকে পিএসি চেয়ারম্যান ঘোষণা করেছিলেন স্পিকার। পরে তাঁরা দল বদলে তৃণমূলে চলে যান। সেই অভিজ্ঞতা থেকে এ বার মনোনয়নের তালিকায় কংগ্রেস যে এই রকম কারও নাম দেবে না, তা নিশ্চিত। সেটা ধরে নিয়েই কংগ্রেস পরিষদীয় দলের পাল্টা তালিকা তৈরি করছেন ‘দলত্যাগী’ দুই বিধায়ক। পরিষদীয় সূত্রের ইঙ্গিত, শঙ্করকেই আবার চেয়ারম্যান করা হতে পারে, তবে ভিন্ন কৌশলে! স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অবশ্য এই জটিলতার কথা এড়িয়ে বলেন, ‘‘যা হবে, তা প্রয়োজনীয় বিধি মেনেই হবে।’’

বিধানসভার কার্য উপদেষ্টা (বি এ) কমিটির বৈঠকে সোমবারও শাসক ও বিরোধীদের বিতণ্ডা বেধেছিল কমিটি নিয়ে। পিএসি’র দায়িত্ব থেকে এ বারও ‘বঞ্চিত’ হলে বয়কটের পথেও যেতে পারে কংগ্রেস ও বামেরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন