Narayan Goswami

নারায়ণের লিখিত জবাব চায় তৃণমূল

সম্প্রতি একটি অনুষ্ঠানে অশালীন আচরণ করার অভিযোগে নারায়ণকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে তৃণমূল পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ০৬:৩৩
Share:

নারায়ণ গোস্বামী। —ফাইল চিত্র ।

মৌখিক নয়, লিখিত ভাবেই দলের প্রশ্নের জবাব দিতে হবে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক নারায়ণ গোস্বামীকে। সম্প্রতি একটি অনুষ্ঠানে অশালীন আচরণ করার অভিযোগে নারায়ণকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে তৃণমূল পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটি। সূত্রের খবর, ওই চিঠি পাওয়ার পরে পরিষদীয় দলের চেয়ারম্যান তথা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন বিধায়ক। কিন্তু তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে যে, শো-কজ়ের জবাব লিখিত ভাবেই দিতে হবে দলের কাছে। বিষয়টিতে নজর রেখেছেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সভাধিপতি তথা বিধায়কের লিখিত ব্যাখ্যা তলব করা হয়েছে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন