Petrol price

Petrol-Diesel Price Hike: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১০ ও ১১ জুলাই রাজ্যে বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের

রাজ্যের বহু শহরে পেট্রল সেঞ্চুরি পার করেছে। কলকাতায় পেট্রল সেঞ্চুরি ছুঁইছুঁই। পিছিয়ে নেই ডিজেলও। এই বিষয়ে কেন্দ্রকে নিশানা করেছে তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ জুলাই ২০২১ ১৭:০১
Share:

সাংবাদিক বৈঠকে জানালেন পার্থ নিজস্ব চিত্র।

বেশ কয়েক দিন ধরে পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে নিশানা করছে তৃণমূল। এ বার প্রতিবাদ কর্মসূচির ডাক দিল তারা। আগামী ১০ ও ১১ জুলাই রাজ্য জুড়ে প্রতিবাদ দেখানো হবে বলেই জানিয়েছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়

Advertisement

সোমবার বিকালে তৃণমূল ভবনে গিয়ে শাসক দলে যোগ দেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের ছেলে তথা কংগ্রেসের প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। সেই সাংবাদিক বৈঠকেই এই কর্মসূচির কথা জানান পার্থ। তিনি বলেন, ‘‘দেশ জুড়ে পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের যে ভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে তা আগে কোনও দিন দেখা যায়নি। অথচ এই বিষয়ে কেন্দ্রের কোনও হেলদোল নেই। আমরা এর আগেও অনেক বার অভিযোগ জানিয়েছি। আগামী দিনেও জানাব। ১০ ও ১১ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লক, প্রতিটি টাউনে বিক্ষোভ দেখাবে তৃণমূল।’’

করোনা পরিস্থিতিতে কোভিড বিধি মেনেই প্রতিবাদ জানানো হবে বলেও জানিয়েছেন পার্থ। তিনি বলেন, ‘‘সব রকমের কোভিড বিধি আমরা মেনে চলব। কোভিড বিধি মেনেই প্রতিবাদ করব আমরা।’’

Advertisement

রাজ্যের বহু শহরে পেট্রলের দাম সেঞ্চুরি পার করেছে। কলকাতায় পেট্রল সেঞ্চুরি ছুঁইছুঁই। খুব বেশি পিছিয়ে নেই ডিজেলও। এই অবস্থায় বেশ কয়েক দিন ধরেই টুইটে বার বার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, বার বার মোদী সরকারকে নিশানা করেছেন। সেই প্রতিবাদ বজায় থাকবে বলেই জানালেন পার্থ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন