TMC Clash in Murshidabad

জমির দখল নিয়ে তৃণমূল বনাম তৃণমূল! মুর্শিদাবাদে শাসকদলের কর্মী গুলিবিদ্ধ, গ্রেফতার মোট চার

প্রথমে বোমাবাজি এবং পরে গুলি চলার ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ হন নাজিমুদ্দিন শেখ ওরফে কালু নামে এক তৃণমূল কর্মী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০২৫ ১৪:১২
Share:

একটি জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদের হরিহরপাড়া। সোমবার গভীর রাত থেকে উত্তেজনা হরিহরপাড়ার নাজিদপুর পূর্বপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। অশান্তিতে জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, নাজিদপুর এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে একটি জমির দখল নিয়ে গত কয়েক দিন ধরে বিবাদ চলছিল। স্থানীয়েরা জানাচ্ছেন, তারই জেরে উত্তেজনার শুরু সোমবার রাত থেকে। শাসকদলের এক গোষ্ঠীর লোকজন অন্য গোষ্ঠীর লোকজনের উপর চড়াও হয়। প্রথমে বোমাবাজি এবং পরে গুলি চলার ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ হন নাজিমুদ্দিন শেখ ওরফে কালু নামে এক তৃণমূল কর্মী। রাতেই তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হরিহরপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ এবং তারও পরে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

সোমবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে কালু শেখ, রিপন শেখ, মনোহর শাহ এবং নজরুল শেখ নামে চার অভিযুক্তকে গ্রেফতার করেছে। হরিহরপাড়া থানার পুলিশ জানিয়েছে, এলাকায় উত্তেজনা রয়ে‌ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায়, সে দিকে নজর রাখছে প্রশাসন। অন্য দিকে, দলের গোষ্ঠীকোন্দলের অভিযোগ নিয়ে তৃণমূলের কোনও নেতা মুখ খোলেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement