TMC worker Murder

আবাসের তালিকায় নাম নেই, রাগে তৃণমূল কর্মীকে এলোপাথাড়ি কুপিয়ে খুন! হাওড়ায় গ্রেফতার তিন

আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ গিয়েছে। এর নেপথ্যে স্থানীয় তৃণমূল কর্মীর হাত রয়েছে বলে তাঁকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল হাওড়ার উলুবেড়িয়ায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৮
Share:

তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ হাওড়ায়। —প্রতীকী চিত্র।

আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ গিয়েছে। এর নেপথ্যে স্থানীয় তৃণমূল কর্মীর হাত রয়েছে বলে তাঁকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল হাওড়ার উলুবেড়িয়ায়। ঘটনাচক্রে ওই অভিযোগ উঠেছে ওই তৃণমূল কর্মীর খুড়তুতো ভাই এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। ওই ঘটনায় ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশের অবশ্য বক্তব্য, জমি নিয়ে পারিবারিক বিবাদ থেকেই এই খুন। হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সুবিমল পাল বলেন, ‘‘এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। জমি নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘ দিন ধরে বিবাদ ছিল। সেই কারণে এই খুনের ঘটনা বলে প্রাথমিক ভাবে অনুমান।’’

পুলিশ সূত্রে খবর, শুক্রবার উলুবেড়িয়া থানার তপনা গ্রাম পঞ্চায়েতের বিশ্বেশ্বরপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম সমীরণ পণ্ডিত (৫৪)। সমীরণ এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত। তাঁর স্ত্রী রানুবালা পণ্ডিত তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যা। সমীরণকে খুনের অভিযোগ উঠেছে তাঁর খুড়তুতো ভাই বিকাশের বিরুদ্ধে। যদিও বিকাশ পলাতক।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি আবাস যোজনার যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে বিকাশের নাম ছিল না। বিকাশের সন্দেহ ছিল, তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যা রানুবালা পণ্ডিতের স্বামী সমীরণই কোনও কলকাঠি নেড়ে আবাসের তালিকা থেকে তাঁর নাম বাদ দিয়েছেন। ওই সন্দেহের বশে বিকাশই সমীরণকে খুন করেছেন বলে অভিযোগ।

মৃতের পরিবার সূত্রে খবর, শুক্রবার বাগান্ডায় সমীরণের তিন বছরের নাতির জন্মদিন ছিল। বিকেলে সেখান থেকে বাড়ি ফেরার পথে তাঁর উপর আক্রমণ চালান বিকাশ ও তাঁর দলবল। বাড়ি থেকে ৫০ মিটার দূরে সমীরণকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারেন তাঁরা। সমীরণের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে বিকাশ ও তাঁর সাঙ্গোপাঙ্গরা সেখান থেকে পালান। এর পর স্থানীয়েরাই সমীরণকে প্রথমে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে নিয়ে যান। সেখান থেকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সমীরণের মৃত্যু হয়েছে বলে খবর পরিবার সূত্রে।

তৃণমূলকর্মী খুনের ঘটনায় এলাকায় সাময়িক ভাবে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ পিকেট বসানো হয়েছে এলাকায়। হাওড়া গ্রামীণের তৃণমূল সহ-সভাপতি অভয় দাস বলেন, ‘‘এর সঙ্গে আবাস যোজনা কিংবা রাজনীতির কোনও যোগ নেই। পারিবারিক বিবাদের জেরে খুন। পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement