Petrol

পেট্রোলের মৃল্যবৃদ্ধির প্রতিবাদ মিছিলে আসানসোলে ‘খেলা হবে’ স্লোগান

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২১ ২২:০৩
Share:

প্রতীকী ছবি।

পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদেও দেওয়া হল ‘খেলা হবে’ স্লোগান। আসানসোলে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার মিছিল করে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভিক্ষার পাত্র হাতে রাস্তায় নামল তারা।

Advertisement

তৃণমূল মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা মঙ্গলবার বিএনআর মোড় থেকে ভগত সিংহ মোড় পর্যন্ত ভিক্ষার পাত্র হাতে মিছিল করেন। ওই মিছিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুলও দাহ করা হয়। আসানসোলের বিএনআর মোড়ে মিছিল পৌঁছলে সেখানেই কুশপুতুল দাহ করেন তৃণমূলকর্মীরা।

মোটর ওয়ার্কাস ইউনিয়নের নেতা রাজু আলুওয়ালিয়া জানান, যে ভাবে পেট্রোপণ্যের দাম বাড়ছে, তাতে মানুষকে রাস্তায় নামতেই হবে। মঙ্গলবারের মিছিলে স্লোগান ছিল ‘খেলা হবে’। সেই পরিপ্রেক্ষিতে বিজেপির যুব নেতা বাপ্পা চট্টোপাধ্যায় জানালেন ‘‘তৃণমূলের ‘খেলা হবে’ মানে রক্তের হোলিখেলা। ভোটে আসল খেলা খেলবে কেন্দ্রীয় বাহিনী এবং আমরাই আগামী দিনে রাজ্যের গদি দখল করব।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন