অপসারিত ছাত্রনেতা

তৃণমূল ছাত্র পরিষদের(টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসের তিন দিন আগে সংগঠনের আর এক পদাধিকারীকে সরিয়ে দেওয়া হল। তিনি টিএমসিপির মধ্য কলকাতার সভাপতি শুভজিৎ চক্রবর্তী। শনিবার দলের তরফে এ কথা জানা যায়। যদিও কেন এই অপসারণ, তার ব্যাখ্যা মেলেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৮ ০৪:০৫
Share:

তৃণমূল ছাত্র পরিষদের(টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসের তিন দিন আগে সংগঠনের আর এক পদাধিকারীকে সরিয়ে দেওয়া হল। তিনি টিএমসিপির মধ্য কলকাতার সভাপতি শুভজিৎ চক্রবর্তী। শনিবার দলের তরফে এ কথা জানা যায়। যদিও কেন এই অপসারণ, তার ব্যাখ্যা মেলেনি।

Advertisement

তবে মাস দুয়েক আগে কলেজে টাকা নিয়ে ভর্তি-চক্রে জড়িত থাকার অভিযোগ উঠেছিল শুভজিতের বিরুদ্ধে। পুলিশ তাঁর বাড়িতে তল্লাশিও চালিয়েছিল। এ দিন রাত পর্যন্ত শুভজিতের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি, সন্ধ্যা পর্যন্ত এমন কোনও সিদ্ধান্তের খবর তাঁর কাছে পৌঁছয়নি। এ দিনই বিকেলে তৃণমূল ভবনে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও শুভজিৎ দেখা করেন।

কলেজে ভর্তি চক্র নিয়ে একের পর এক অভিযোগ আসার ঘটনা চলাকালীন জুলাই মাসের গোড়ায় টিএমসিপি সভানেত্রী জয়া দত্তকে সরানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন দশেকের মধ্যে নতুন সভাপতি বেছে নেওয়ার কথাও বলেছিলেন তিনি। কিন্তু দু’মাস পরেও নতুন সভাপতির নাম ঘোষণা হয়নি। সে কারণে এ বার টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানও যুব সভাপতি অভিষেকের নেতৃত্বেই আয়োজিত হচ্ছে বলে দলের অন্দরের খবর। দলের মধ্যে ছাত্র সংগঠনের দায়িত্ব দেওয়ার জন্য নতুন মুখের খোঁজ চললেও ‘যোগ্য’ কাউকে এখনও পাওয়া যায়নি। নতুন সভাপতি না হওয়া পর্যন্ত শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং অভিষেকই তদারকি করবেন। এক নেতার কথায়, ‘‘ছাত্রনেতা সন্ধান চলছে। তবে ছাত্র রাজনীতিতে বয়ঃসীমা বড় বিষয়। তাই নির্দিষ্ট বয়ঃসীমার মধ্যে উপযুক্ত নেতা খুঁজে পেতে একটু বিলম্ব হচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement