ছাত্র কাউন্সিলে বেশি প্রতিনিধি চায় টিএমসিপি

এ দিন বিধানসভায় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে টিএমসিপি ছাড়াও ছিল এসএফআই, ছাত্র পরিষদ, ডিএসও। ছাত্র কাউন্সিলের কোষাধ্যক্ষ, সহ-সভাপতির পদে শুধু শিক্ষক প্রতিনিধি চায় সরকার। টিএমসিপি-র বক্তব্য, ওই সব পদে শিক্ষকদের সঙ্গে রাখা হোক পড়ুয়াদেরও। তাতে শিক্ষকদের কাছ থেকে পড়ুয়ারা শিখতে পারবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুন ২০১৮ ০৪:৩১
Share:

কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র কাউন্সিলে ছাত্র প্রতিনিধিত্ব বাড়ানোর দাবি তুলেছে টিএমসিপি। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরে বুধবার এ কথা জানান টিএমসিপি-র রাজ্য সভানেত্রী জয়া দত্ত। যদিও গত বছরের এপ্রিলে ছাত্র কাউন্সিল গঠন সংক্রান্ত নির্দেশিকায় তার গুরুত্বপূর্ণ পদে শিক্ষক-প্রতিনিধিদেরই রাখার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার।

Advertisement

এ দিন বিধানসভায় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে টিএমসিপি ছাড়াও ছিল এসএফআই, ছাত্র পরিষদ, ডিএসও। ছাত্র কাউন্সিলের কোষাধ্যক্ষ, সহ-সভাপতির পদে শুধু শিক্ষক প্রতিনিধি চায় সরকার। টিএমসিপি-র বক্তব্য, ওই সব পদে শিক্ষকদের সঙ্গে রাখা হোক পড়ুয়াদেরও। তাতে শিক্ষকদের কাছ থেকে পড়ুয়ারা শিখতে পারবেন। অরাজনৈতিক কাউন্সিলের বিরোধিতা করে রাজনৈতিক ছাত্র সংসদ গড়ার দাবি জানায় এসএফআই এবং ছাত্র পরিষদ। বৈঠকে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম (সিবিসিএস) বা পছন্দসই মিশ্র পাঠ নিয়েও আলোচনা হয়। সিবিসিএস পদ্ধতিতে ধোঁয়াশা রয়েছে বলে অভিযোগ তুলে তার বিরোধিতা করেছে এসএফআই। ডিএসও-র বক্তব্য, সিবিসিএস এবং কাউন্সিল— দু’টিতেই মতাদর্শগত বিরোধ রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement