অমিত শাহর ‘জবাব’ দেবে ছাত্রদের সভা

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চকেই অমিত শাহর পাল্টা সভা হিসেবে কাজে লাগাতে চাইছে তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৮ ০৪:১২
Share:

অমিত শাহ। —ফাইল চিত্র।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চকেই অমিত শাহর পাল্টা সভা হিসেবে কাজে লাগাতে চাইছে তৃণমূল।

Advertisement

আগামী ১১ অগস্ট মেয়ো রোডে গাঁধী মূর্তির পাদদেশে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সভা। সেই জায়গাতেই ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসের বার্ষিক অনুষ্ঠানের জমায়েত দিয়েই ‘জবাব’ দেওয়ার প্রস্ততি শুরু করে দিয়েছে তৃণমূল। এই সভার প্রস্তুতি নিয়ে শনিবার তৃণমূল ভবনের বৈঠকে যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, শাহর সভার জবাব দিতে তৃণমূলের ছাত্র সংগঠনই যে যথেষ্ট, তা বুঝিয়ে দিতে হবে ২৮ অগস্টের সভার জমায়েত দিয়েই। ওই সমাবেশের মূল বক্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে শাহকে রাজনৈতিক এবং সাংগঠনিক দিক থেকে জবাব দিতে ছাত্র সংগঠনের ওই মঞ্চকেই বেছে নিয়েছেন তৃণমূল নেতৃত্ব। লোকসভা ভোটের আগে বিজেপির একের পর এক কর্মসূচির ‘জবাব’ দিতে মূল সংগঠনের পাশাপাশি দলের বিভিন্ন শাখা সংগঠনকেই সামনে রাখতে চাইছেন তৃণমূল নেতৃত্ব।

রাজ্যের উত্তর থেকে দক্ষিণের সব জেলা থেকে ছাত্রদের ২৮ অগস্টের সমাবেশে আনার তোড়জোড় শুরু করে দিতে বলা হয়েছে টিএমসিপির জেলা সভাপতিদের। দূরের জেলা থেকে ছাত্রদের আগে থেকে শহরে এনে রাখার বন্দোবস্ত করতেও জোর দিতে বলা হয়েছে ছাত্র সংগঠনকে। লোক বাড়াতে জেলাগুলির যুব ও মূল সংগঠনের নেতাদের সঙ্গেও সমন্বয় রেখে এগোতে পরামর্শ দেওয়া হয়েছে টিএমসিপিকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement