হেনস্থা রুখতে

রূপান্তরকামীদের প্রতি এ রাজ্যে হিংসার ঘটনায় পুলিশের নেতিবাচক ভূমিকা নিয়ে সরব রাজ্যের বিভিন্ন মানবাধিকার সংগঠন। কিছু দিন আগে হাজরা মোড়ে শারীরিক নিগ্রহের শিকার হন রূপান্তরকামী অনুরাগ মৈত্রেয়ী ও তাঁর বন্ধুরা।

Advertisement
শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৬ ০৪:৪২
Share:

রূপান্তরকামীদের প্রতি এ রাজ্যে হিংসার ঘটনায় পুলিশের নেতিবাচক ভূমিকা নিয়ে সরব রাজ্যের বিভিন্ন মানবাধিকার সংগঠন। কিছু দিন আগে হাজরা মোড়ে শারীরিক নিগ্রহের শিকার হন রূপান্তরকামী অনুরাগ মৈত্রেয়ী ও তাঁর বন্ধুরা। অভিযুক্তেরা ধরা পড়লেও টালিগঞ্জ থানা তাদের ছেড়ে দেয়। কর্তব্যরত পুলিশ বলে, রূপান্তরকামীরা ছিঁচকে অপরাধী। তারা মানবাধিকার চায় কোন দুঃখে! খবরটা ছড়িয়ে পড়তে বিভিন্ন মানবাধিকার সংগঠন, ট্রেড ইউনিয়ন ও ছাত্র-ছাত্রীরা এর প্রতিবাদে নামে। সম্প্রতি আন্দোলনকারীরা দাবি করেন, পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযুক্তদের ছেড়ে দেওয়ার ঘটনায় পাঁচ পুলিশকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পদাবনতিমূলক বদলি হয়েছেন থানার তৎকালীন ওসি। তবে পুলিশের তরফে আনন্দবাজারকে এ দিন জানানো হয়েছে, এ ধরনের কোনও শাস্তিমূলক পদক্ষেপ করা হয়নি। যা হয়েছে, তা নেহাতই রুটিন বদলি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন