News Of The Day

মুর্শিদাবাদে মমতা। ৩২ হাজার চাকরি বহালের পরবর্তী পরিস্থিতি। পুতিনের ভারত সফর। দিনভর আর কী নজরে

বহরমপুরে জনসভা করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর আবহে কী বলেন সেই খবরে নজর থাকবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৬
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

মালদহের পর আজ মুর্শিদাবাদে জনসভা করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরে তাঁর সভা রয়েছে। বিন্যাসগত ভাবে মুর্শিদাবাদ সংখ্যালঘু অধ্যুষিত জেলা। এসআইআর আবহে মুর্শিদাবাদের সভা থেকে মমতা কী বলেন সেই খবরে নজর থাকবে।

প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন, তা বুধবার খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। সকলের চাকরি থাকছে। কাউকে চাকরি হারাতে হচ্ছে না। আদালত জানিয়েছে, ন’বছর ধরে যাঁরা চাকরি করেছেন, আচমকা তাঁদের চাকরি বাতিল করে দিলে পরিবারের উপর বিরূপ প্রভাব পড়বে। মানবিক কারণেই চাকরি বহাল রাখা হল। তা ছাড়া, এ ক্ষেত্রে ব্যাপক অনিয়ম প্রমাণিত হয়নি। ব্যক্তিগত ভাবে কারও বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ নেই। এই পরিস্থিতিতে ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারেন মামলাকারীরা। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

Advertisement

দু'দিনের সফরে আজ ভারতে আসছেন রুশ‌ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ সন্ধ্যার দিকে দিল্লিতে পৌঁছোবেন তিনি। পুতিনের সফরের জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজধানী। এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক রয়েছে পুতিনের। সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও। ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব দীর্ঘ দিনের। আমেরিকার সঙ্গে ভারতের কূটনৈতিক টানাপড়েনের মাঝে পুতিনের এই সফরে দিল্লির সঙ্গে বন্ধুত্ব আরও দৃঢ় করতে চাইছে মস্কো। পুতিনের এই সফরের দিকে নজর থাকবে আজ।

সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আজ অধিবেশনের চতুর্থ দিন। গত পাঁচ বছরে দেশে বেকারত্বের হার কেমন, বিশদ জানতে চেয়ে সংসদে পাঁচটি প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শ্রম ও কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী সুশ্রী শোভা করন্দলাজে ইতিমধ্যে সেই প্রশ্নগুলির জবাবও দিয়েছেন। সোমবার থেকে এসআইআর-সহ বিভিন্ন প্রসঙ্গে আলোচনা চেয়ে সংসদে সরব হয়েছেন বিরোধীরা।‌ হট্টগোলে দফায় দফায় মুলতুবি হয়েছে উভয় কক্ষের অধিবেশন। আজ সংসদে শাসক এবং বিরোধী শিবিরের অবস্থান কী থাকে, সে দিকে নজর থাকবে।

মঙ্গলবারের পর আজ ফের সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলা শুনানির জন্য উঠবে। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে এই মামলাটির শুনানি রয়েছে। মঙ্গলবার আইনজীবী বৃন্দা গ্রোভার সওয়াল করেন, জনপ্রতিনিধিত্ব আইন এটাই নিশ্চিত করে যে, নিয়ম প্রণয়নের ক্ষমতা রয়েছে সংসদের হাতে, নির্বাচন কমিশনের হাতে নয়। ইসি-র কেবল কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দেওয়ার ক্ষমতা রয়েছে। সিঙ্ঘভিও সওয়াল করেন, নাগরিকত্ব যাচাই-বাছাই করার ক্ষমতা নিজের হাতে তুলে নিয়েছে কমিশন। আজ শুনানিতে কী কী বিষয় উঠে আসে, সে দিকে নজর থাকবে।

৩৫৮ রান করেও শেষরক্ষা হয়নি। রাঁচীতে বিরাট কোহলির শতরান ভারতকে জেতালেও রায়পুরে কাজে লাগল না তাঁর সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার কাছে দ্বিতীয় এক দিনের ম্যাচে হারতে হল ভারতকে। তিন ম্যাচের সিরিজ়ের ফল এখন ১-১। বিশাখাপত্তনমে ভারতের শেষ ম্যাচ শনিবার। তার আগে ভারতীয় দলের খবর নজরে থাকবে আজ।

আজ থেকে আরও নামতে পারে পারদ। সকালের দিকে কুয়াশায় ঢাকতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহান্তে রাজ্য জুড়ে তাপমাত্রা ৩ ডিগ্রি কমে যেতে পারে। দক্ষিণবঙ্গে ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদপতনের সম্ভাবনা রয়েছে। এমনকি, চলতি সপ্তাহের শেষে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসও ছুঁয়ে ফেলতে পারে। তবে বঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র শুষ্কই থাকবে আবহাওয়া।

অবশেষে হচ্ছে সুপার কাপের সেমিফাইনাল। খেলবে ইস্টবেঙ্গল। বিপক্ষে পঞ্জাব। দুই দলই অপরাজিত থেকে শেষ চারে উঠেছে। গোলপার্থক্যে ইস্টবেঙ্গল টেক্কা দিয়েছে মোহনবাগানকে। এই ম্যাচ বিকেল ৪টে থেকে। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি গোয়া এবং মুম্বই। এই ম্যাচ রাত ৮টা থেকে। দীর্ঘ দিন পর আবার ভারতীয় ফুটবল শুরু হচ্ছে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আজ শুরু হচ্ছে অ্যাশেজ়ের দ্বিতীয় টেস্ট। ব্রিসবেনে দিন-রাতের ম্যাচ। গোলাপি বলে খেলা। প্রথম টেস্টে দু’দিনে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। পাঁচ টেস্টের সিরিজ়ে এ বার ইংল্যান্ডের ঘুরে দাঁড়ানোর লড়াই। ব্রিসবেনে অস্ট্রেলিয়া কার্যত অপ্রতিরোধ্য। ইংল্যান্ড কি পারবে? দ্বিতীয় টেস্ট শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

মুস্তাক আলি ট্রফিতে আজ আবার নামছে বৈভব সূর্যবংশী। সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলা। বৈভবের বিহারের বিপক্ষে গোয়া। প্রথম তিন ম্যাচে ব্যর্থ হওয়ার পর গত ম্যাচে শতরান করেছে বৈভব। তবু তার ৬১ বলে অপরাজিত ১০৮ রানের ইনিংস জেতাতে পারেনি বিহারকে। চারটি ম্যাচেই হেরেছে তারা। বৈভব কি আজ জেতাতে পারবে দলকে? খেলা দুপুর ১২:৪০ থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement