গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আগামী ১৪ জানুয়ারি পৌষ সংক্রান্তি। ওই দিন লক্ষ লক্ষ মানুষ পুণ্যস্নান করবেন গঙ্গাসাগরে। সেই উপলক্ষে ১০-১৬ জানুয়ারি মেলা বসবে সাগরদ্বীপের সৈকতে। মেলা আয়োজনের দায়িত্বে রাজ্য সরকার। তার প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার গঙ্গাসাগর যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলা সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি একটি সরকারি কর্মসূচিতে যোগ দেবেন। সেখান থেকে মুড়িগঙ্গার উপর একটি সেতুর শিলান্যাস করবেন মমতা। প্রায় ১৭০০ কোটি টাকা ব্যয়ে এই সেতুটি তৈরি করা হবে।
সেবাশ্রয়-২ কর্মসূচির কাজ দেখতে যাবেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সপ্তাহের প্রথম দিন নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতগাছিয়া বিধানসভা এলাকায় সেবাশ্রয় শিবিরে যাবেন তিনি। পরিষেবার বিষয়ে খোঁজখবর নেবেন। পাশাপাশি, ওই শিবিরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন অভিষেক।
বিশেষ নিবিড় সংশোধনীর অন্তর্গত ভোটারদের শুনানির দ্বিতীয় সপ্তাহ চলছে। গত সপ্তাহের শনিবার থেকে শুনানি শুরু হয়েছে। জেলায় জেলায় শুনানি করছে কমিশন। এখন ‘নো ম্যাপিং’ ভোটারদের শুনানি চলছে। কমিশন জানিয়েছে, এর পরে ‘প্রজেনি ভোটার’দের ডেকে শুনানি করা হবে। প্রথম দিকে জেলায় জেলায় ‘অব্যবস্থা’র অভিযোগ ওঠে। গত শনিবার কমিশন আরও শুনানিকেন্দ্র চালু করার জন্য অনুমতি দিয়েছে রাজ্যের সিইও দফতরকে। রাজ্যের ১২ জেলায় ১৬০টি অতিরিক্ত শুনানিকেন্দ্র খোলা হয়েছে। আজ রাজ্যের শুনানি পরিস্থিতির দিকে নজর থাকবে।
আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। সোমবার কমিশনের দিল্লির দফতরে ওই বৈঠক হবে। বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানে যোগ দিতে দিল্লি গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল। কমিশন সূত্রে খবর, শুধু পশ্চিমবঙ্গ নয়, ভোটমুখী পাঁচ রাজ্যের সিইও-র সঙ্গেও হবে ওই বৈঠক। আজ সে দিকে নজর থাকবে।
তাপমাত্রা বাড়লেও গতকাল থেকেই বেড়েছে উত্তুরে হাওয়ার দাপট। আজ তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও আগামীকাল থেকে ফের পারদপতন শুরু হবে বলে জানিয়েছে আলিপুর। পরবর্তী তিন দিনে পারদ এক ধাক্কায় দুই থেকে তিন ডিগ্রি নামবে। ১১-১২ ডিগ্রির ঘরে নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আজ দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টিও হতে পারে। সব মিলিয়ে আজ রাজ্যের আবহাওয়া কেমন থাকে, নজর থাকবে সে দিকে।
২০২০ সালে দিল্লিতে সিএএ বিরোধী বিক্ষোভ চলাকালীন হিংসার ঘটনা ঘটেছিল। তাতে ৫৩ জন নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন ৭০০-র বেশি। ওই ঘটনার পরে দিল্লি পুলিশ ছাত্রনেতা উমর খালিদকে গ্রেফতার করে। গ্রেফতার করা হয় শারজিল ইমাম, মিরান হায়দার, গুলফিশা ফাতিমা এবং শিফা উর রহমানকে। দিল্লি হাই কোর্ট তাঁদের জামিনের আবেদন খারিজ করার পরে সুপ্রিম কোর্টে যান তাঁরা। দীর্ঘ শুনানির পরে সোমবার উমর-শারজিলদের জামিন-মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।
মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল থেকে ছেঁটে ফেলেছে কলকাতা। তার পর থেকে বিতর্ক বেড়েই চলেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না আসার কথা জানিয়েছে বাংলাদেশ। কোন দিকে এগোবে পরিস্থিতি? কী জবাব দেবে আইসিসি? সেই সংক্রান্ত খবরে চোখ থাকবে।
সিডনিতে পঞ্চম টেস্টের প্রথম দিন বৃষ্টি বাদ সেধেছে খেলায়। দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ২১১ রান তুলেছে ইংল্যান্ড। জো রুট এবং হ্যারি ব্রুক ক্রিজ়ে জমে গিয়েছেন। দ্বিতীয় দিন কি বড় রান তুলতে পারবে ইংরেজরা? খেলা শুরু ভোর ৫টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যে ভাবে অপহরণ করে নিজেদের দেশে নিয়ে গিয়েছে আমেরিকা, তার সমালোচনায় সরব হয়েছে চিন, রাশিয়া, ইরান, কিউবার মতো দেশগুলি। আমেরিকার ভিতরে এই নিয়ে সমালোচনার ঝড় বইছে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে ‘বেআইনি’ বলেছেন প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। নিন্দা জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জ়োহরান মামদানিও। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে ট্রাম্প সুর নরম করেন, না কি আরও কঠোর পদক্ষেপের কথা বলেন, সে দিকে আজ নজর থাকবে।