গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা, রয়েছে একগুচ্ছ কর্মসূচি
সোমবার মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা প্রশাসনের একটি সূত্রে খবর, হেলিকপ্টারে বহরমপুরে পৌঁছোবেন তিনি। সার্কিট হাউসে রাত্রিবাস করে পরের দিন, মঙ্গলবার বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠের হেলিপ্যাড থেকে কপ্টারে ধুলিয়ান রওনা হবেন। সুতির ছাবঘাটি ময়দানে প্রশাসনিক সভা রয়েছে তাঁর। সেখান থেকে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা এবং শিলান্যাসের কথা। তার পর সাম্প্রতিক হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং দোকানমালিকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। ক্ষতিগ্রস্তদের হাতে ক্ষতিপূরণ তুলে দিতে পারেন। সোমবার মুখ্যমন্ত্রীর সফরের দিকে নজর থাকবে।
পহেলগাঁও কাণ্ডের তদন্ত কোন পথে?
পহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। পহেলগাঁওয়ে গত ২২ এপ্রিলের জঙ্গি হামলায় সীমান্তপারের যোগ রয়েছে বলে অভিযোগ ভারতের। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। উদ্ভূত পরিস্থিতিতে প্রতি রাতেই কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে যাচ্ছে পাকিস্তানি ফৌজ। জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। দু’পক্ষ থেকেই একে অন্যের বিরুদ্ধে দফায় দফায় কূটনৈতিক পদক্ষেপও করা হচ্ছে। নয়াদিল্লি এবং ইসলামাবাদ দুই শহরেই গত কয়েক দিনে একের পর এক উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। একই সঙ্গে জঙ্গিদের খোঁজেও চলছে তল্লাশি অভিযান। ঘটনার পর থেকে ১২ দিন অতিক্রান্ত, তবে হামলায় জড়িত কোনও জঙ্গি এখনও ধরা পড়েনি। পহেলগাঁও কাণ্ডের তদন্ত চালাচ্ছে এনআইএ। স্থানীয় বাসিন্দাদের থেকে গত কয়েক দিন ধরে তথ্য সংগ্রহ শুরু করেছেন তদন্তকারীরা। এই অবস্থায় পহেলগাঁও কাণ্ডের পরবর্তী পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ওয়াকফ মামলার শুনানি সুপ্রিম কোর্টে
আজ ওয়াকফ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। দুপুর ২টো নাগাদ মামলাটি শুনবে প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ। ওয়াকফ সংশোধিত আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়। পশ্চিমবঙ্গ থেকে মামলা করেন তৃণমূল সাংসদ মহুয়া মিত্র, বিধায়ক হুমায়ুন কবীর, নওশাদ সিদ্দিকি। এ ছাড়া মামলা করেন মিমের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। গত ১৭ এপ্রিল এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টকে কেন্দ্রের সলিসিটর জেনারেল (এসজি) তুষার মেহতা আশ্বাস দেন, ওই আইন নিয়ে হলফনামা দেওয়ার জন্য সাত দিন সময় দেওয়া হোক। এই সময়ের মধ্যে ওয়াকফ কাউন্সিল এবং বোর্ডে কোনও নিয়োগ করা হবে না। ইতিমধ্যে কোনও রাজ্য বা কেন্দ্রীয় সরকার নিয়োগ করে থাকলে তা বাতিল করা হবে। এমনকি শুনানি চলাকালীন ওয়াকফ সম্পত্তির চরিত্র পরিবর্তন করা হবে না। এমতাবস্থায় আজ আদালত কী জানায় সে দিকে নজর থাকবে।
আইপিএলে টিকে থাকার লড়াইয়ে হায়দরাবাদ, দিল্লি
আইপিএলে আজ সানরাইজার্স হায়দরাবাদের টিকে থাকার লড়াই। ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে তারা। আজ হারলেই এ বারের প্রতিযোগিতা থেকে বিদায় নেবে হায়দরাবাদ। প্লে-অফের লড়াইয়ে ফিরতে গেলে দিল্লিকেও জিততে হবে এই ম্যাচ। পর পর দু’টি ম্যাচ হেরে অনেকটাই পিছিয়ে পড়েছেন কেএল রাহুলেরা। আজ খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
সোমেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যে, কয়েক জেলায় সতর্কতা
সোমবার রাজ্যের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। ওই দিন দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার-সহ উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে হাওয়ার গতি কিছুটা বেশি থাকতে পারে (ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার)। উত্তর এবং দক্ষিণবঙ্গে আপাতত তাপমাত্রার পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিন সব জেলায় তাপমাত্রা একইরকম থাকবে।