News Of The Day

মেডিক্যাল কলেজ দুর্নীতির তদন্ত কোন পথে। ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। ‘ব্রিক্‌স’ সম্মেলনে মোদী। আর কী

‘মেডিক্যাল কলেজ দুর্নীতি’র চক্রে যুক্ত রয়েছেন স্বঘোষিত গুরু থেকে সরকারি শীর্ষকর্তারা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আমলারাও জড়িত বলে জানতে পেরেছে সিবিআই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৫ ০৭:৫৫
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মেডিক্যাল কলেজ দুর্নীতির তদন্ত কোন পথে, কারা সিবিআইয়ের নজরে

Advertisement

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ‘মেডিক্যাল কলেজ দুর্নীতি’র হদিস পেল। সেই চক্রে যুক্ত রয়েছেন স্বঘোষিত গুরু থেকে সরকারি শীর্ষকর্তারা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আমলারাও জড়িত বলে জানতে পেরেছে সিবিআই। সিবিআইয়ের এফআইআরে ৩৪ জনের নাম রয়েছে। তাঁদের মধ্যে আট জন স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিক। পাঁচ জন চিকিৎসকও রয়েছেন, যাঁরা এনএমসির পরিদর্শক দলের সদস্য। এমনটাই জানিয়েছে পিটিআই। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন আট জন। আজ এই খবরে নজর থাকবে।

ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের শেষ দিনের খেলা

Advertisement

জমে গিয়েছে ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। বড় রানের লিড নিয়েছে ভারত। এ বার বোলারদের পালা। প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে সমতা ফেরাতে পারবে ভারত? আজ শেষ দিনের খেলা। বার্মিংহামে খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস ১ ও ৫ চ্যানেল এবং জিয়ো হটস্টার অ্যাপে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ব্রাজ়িলে ‘ব্রিক্‌স’ সম্মেলনে মোদী, থাকছেন না পুতিন এবং জিনপিং

ব্রাজ়িলের রিও ডি জেনেইরো শহরে আজ থেকে শুরু হচ্ছে দু’দিনের ‘ব্রিক্‌স’ সম্মেলন। এ বারের সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং থাকছেন না। পুতিনের পরিবর্তে থাকবেন রুশ বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ এবং জিনপিংয়ের পরিবর্তে থাকবেন চিনা প্রিমিয়ার (প্রধানমন্ত্রী) লি কোয়াং। দু’দিনের আর্জেন্টিনা সফর শেষে ব্রাজ়িলের ‘ব্রিক্‌স’ সম্মেলনে যোগ দিচ্ছেন মোদী। রাশিয়া এবং চিন— দুই শক্তিধর দেশের রাষ্ট্রনেতাদের অনুপস্থিতিতে এ বারের সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর ভূমিকার দিকে সকলের নজর থাকবে।

আবার নিম্নচাপ! কলকাতা-সহ রাজ্যের সব জেলায় ঝড়বৃষ্টি

আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। আজ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় হতে পারে ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার)। ওই তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণের বাকি জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উইম্বলডনে প্রি-কোয়ার্টার ফাইনাল, খেলবেন আলকারাজ়, সাবালেঙ্কা

উইম্বলডনে আজ থেকে শুরু হচ্ছে প্রি-কোয়ার্টার ফাইনালের লড়াই। খেলবেন দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজ়। তাঁর সামনে দ্বাদশ বাছাই আন্দ্রে রুবলেভ। মহিলাদের সিঙ্গলসেও আজ শুরু হচ্ছে প্রি-কোয়ার্টার ফাইনাল রাউন্ড। খেলবেন শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা। তাঁকে খেলতে হবে ২৪ নম্বর বাছাই এলিস মার্টেন্সের সঙ্গে। খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়ো হটস্টার অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement