গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
দুর্যোগের ঝঞ্ঝা কাটিয়ে উঠে স্বাভাবিক হওয়ার পথে উত্তরবঙ্গের বিপর্যস্ত এলাকাগুলি। তবে নতুন করে বৃষ্টি না-হলেও উৎকণ্ঠা কাটছে না। এখনও দুর্যোগকবলিত এলাকায় আটকে অনেকে। তাঁদের উদ্ধার কাজ চলছে। আজ ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে স্বস্তির শ্বাস ফেলছেন উত্তরবঙ্গবাসী। যদিও দুর্যোগের চিহ্ন এখনও কোথাও কোথাও স্পষ্ট। উদ্ধারকাজে কোনও খামতি রাখছে না প্রশাসন। দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিক। দুধিয়া থেকে মিরিকের পথে লোহার সেতু ভেঙে পড়েছে। মঙ্গলবার সেই বিধ্বস্ত মিরিকে যাবেন মুখ্যমন্ত্রী। খতিয়ে দেখবেন পরিস্থিতি। আজ এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
আজ থেকে উত্তরবঙ্গের আট জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই। জেলাগুলির কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে উত্তরের আট জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে জেলার সব জায়গায় ঝড়বৃষ্টি হবে না। আজ ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়ায় রয়েছে এই সতর্কতা। সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
আজ পদার্থবিদ্যায় নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে। সোমবার চিকিৎসাশাস্ত্রে নোবেলজয়ীদের নাম ঘোষিত হয়েছে। মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাগুলিকে কী ভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, তা নিয়ে গবেষণার জন্য নোবেল পেয়েছেন ম্যারি ই ব্রুঙ্কো, ফ্রেড র্যাম্সডেল এবং শিমন সাকাগুচি। আজ পদার্থবিদ্যায় কে বা কারা নোবেল পুরস্কার পান, সে দিকে নজর থাকবে।
মহিলাদের বিশ্বকাপে আজ ইংল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচ। যারাই জিতবে পয়েন্ট তালিকায় ভারতকে টপকে শীর্ষে চলে যাবে। দু’টি ম্যাচ খেলে ভারতের পয়েন্ট ৪। ইংল্যান্ড এবং বাংলাদেশ, দুই দলই প্রথম ম্যাচে জিতে দ্বিতীয় ম্যাচে নামছে। নেট রানরেটে দুই দলই ভারতের থেকে এগিয়ে। ফলে আজ যারা জিতবে তারাই শীর্ষে চলে আসবে। খেলা বিকেল ৩টে থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
আজ থেকে শুরু হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলের টেস্ট ম্যাচ। এই ম্যাচ জিতলেই দুই টেস্টের সিরিজ় জিতে যাবে বৈভব সূর্যবংশীরা। প্রথম টেস্টে ভারত জিতেছে ইনিংস ও ৫৮ রানে। তিন ম্যাচের এক দিনের সিরিজ়েও সব ম্যাচ জিতেছে ভারত। চার দিনের টেস্টের প্রথম দিনের খেলা শুরু ভোর ৫:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।