News Of The Day

এসএসসির শিক্ষক নিয়োগ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ইউএস ওপেনে ফাইনালে আলকারাজ়-সিনার দ্বৈরথ। আর কী

এ বারের পরীক্ষায় নতুন চাকরিপ্রার্থীদের পাশাপাশি ২০১৬ সালের বাতিল হওয়া প্যানেলের চাকরিহারারাও রয়েছেন। যদিও ওই প্যানেলের ‘দাগি অযোগ্যে’রা পরীক্ষায় বসতে পারছেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৪
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

আজ এসএসসির নবম-দশম শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষা রয়েছে। প্রায় ৩ লক্ষ ১৯ হাজার চাকরিপ্রার্থীর আজ পরীক্ষায় বসার কথা রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট ৬৩৬টি পরীক্ষাকেন্দ্রে দুপুর ১২টা থেকে শুরু হবে পরীক্ষা। এ বারের পরীক্ষায় নতুন চাকরিপ্রার্থীদের পাশাপাশি ২০১৬ সালের বাতিল হওয়া প্যানেলের চাকরিহারারাও রয়েছেন। যদিও ওই প্যানেলের ‘দাগি অযোগ্যে’রা পরীক্ষায় বসতে পারছেন না। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

আকাশে থাকবে রক্তবর্ণ চাঁদ। কখনও হয়ে উঠবে ফ্যাকাশে। ভারত-সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেখা যাবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আজ রাত ৯টা থেকে গভীর রাত (ভারতীয় সময়) পর্যন্ত চলবে প্রক্রিয়া। তার মধ্যে ৮২ মিনিট (১ ঘণ্টা ২২ মিনিট) ধরে হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বিজ্ঞানীরা বলছেন, অনেক বছর পরে এত দীর্ঘ সময় ধরে হতে চলেছে চন্দ্রগ্রহণ। এ রকম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ খুব শীঘ্র আর ভারত থেকে দেখা যাবে না। তার জন্য অপেক্ষা করতে হবে আরও তিন বছর। গ্রিনিচের সময় অনুসারে ৭ সেপ্টেম্বর বিকেল ৩টে ২৫ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ। ভারতে তখন রাত ৮টা ৫৮ মিনিট। সেই অনুসারে ৭ সেপ্টেম্বর রাত ৮টা ৫৫ মিনিটে শেষ হবে সেই গ্রহণ। ভারতে তখন ৮ সেপ্টেম্বর রাত ২টো ২৫ মিনিট। এর মাঝে চাঁদের রং হয়ে উঠবে লাল। ভারতে সেই দৃশ্য দেখা যাবে ৭ সেপ্টেম্বর রাত ১১টা থেকে ৮ সেপ্টেম্বর রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত প্রায় ৮২ মিনিট সময় ধরে।

Advertisement

চলতি বছর এই নিয়ে তৃতীয় বার কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেলতে চলেছেন কার্লোস আলকারাজ় এবং ইয়ানিক সিনার। নোভাক জোকোভিচকে হারিয়ে ভাল ফর্মে রয়েছেন আলকারাজ়। সিনার হারিয়েছেন ফেলিক্স অগার আলিয়াসিমেকে। ফরাসি ওপেনে আলকারাজ় জিতলেও উইম্বলডন ফাইনালে জেতেন সিনার। আজ কী হবে? খেলা শুরু রাত ১১টা ৩০ মিনিট থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

চিনকে গোলের মালা পরিয়ে এশিয়া কাপ হকির ফাইনালে উঠে গিয়েছে ভারত। সাত গোলে জিতেছে তারা। দক্ষিণ কোরিয়া ৪-৩ গোলে হারিয়েছে মালয়েশিয়াকে। গত বারের বিজয়ীও তারা। ভারতের সামনে তাই কাজ কঠিন। জিততে পারলে সরাসরি পরের বছরের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে ভারত। খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। দেখা যাবে সোনি নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল এবং সোনি লিভ অ্যাপে।

সপ্তাহের শুরুতে সাময়িক বিরতি। রবি এবং সোমবার বৃষ্টির পরিমাণ কমবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে জেলাগুলির কিছু অংশে। সেই সঙ্গে বাড়বে ভ্যাপসা গরম। তবে সপ্তাহের মধ্যভাগ থেকে আবার বৃদ্ধি পেতে পারে বৃষ্টির পরিমাণ। আজ কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলার সর্বত্র বৃষ্টি হবে না। কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতিও তৈরি হয়নি। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হতে পারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement