News Of The Day

যাদবপুরে অচলাবস্থা কাটাতে বৈঠকে কর্তৃপক্ষ-ছাত্র, সংসদ ও বিধানসভায় অধিবেশন। আর কী কী নজরে

ছাত্রদের দেওয়া সময় শেষ হওয়ার আগেই বৈঠক ডেকেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার। সোমবার সকাল সাড়ে ১১টায় বৈঠক ডাকা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ০৬:১৯
Share:

—ফাইল চিত্র।

কাটবে অচলাবস্থা? যাদবপুরে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক ছাত্রদের

Advertisement

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অচলবস্থা কাটতে পারে সোমবার থেকে। ছাত্রদের দাবি ছিল, দুপুর ১টার মধ্যে কর্তৃপক্ষকে তাঁদের সঙ্গে বৈঠকে বসতে হবে। অন্যথায় তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। সময়ের আগেই বৈঠক ডেকেছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার। সোমবার সকাল সাড়ে ১১টায় বৈঠক ডাকা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আধিকারিক এবং ছাত্রদের প্রতিনিধিরা এই বৈঠকে থাকবেন। রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। চার দিন হাসপাতালে ছিলেন তিনি। কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীদের বৈঠকে যাদবপুরে অচলাবস্থা কাটে কি না, তার দিকে নজর থাকবে। ছাত্রভোটের দাবিতে যাদবপুরে বিক্ষোভ শুরু হয়েছে। তার জেরেই গত বৃহস্পতিবার আটকানো হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আহত হন ব্রাত্য। অভিযোগ, তাঁর গাড়ির ধাক্কায় দুই ছাত্র জখম হয়েছেন।

‘এপিক’ নিয়ে উত্তাল হতে পারে সংসদ

Advertisement

সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে সোমবার থেকে। প্রথম দিনেই এপিক বা ভোটার কার্ডে ‘কারচুপি’র অভিযোগ তুলে সরকারের উপর চাপ বৃদ্ধির কৌশল নিতে পারে বিরোধী দলগুলি। এ ক্ষেত্রে বিরোধী জোটের মধ্যে অগ্রণী ভূমিকা নিতে পারে বাংলার শাসকদল তৃণমূল। এই অধিবেশনে বিরোধীদের সম্ভাব্য বিক্ষোভ-প্রতিবাদের মধ্যেই বিতর্কিত ওয়াকফ বিল পাশ করিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে সরকার। সোমবার রাষ্ট্রপতি শাসিত মণিপুরের জন্য বাজেটও পেশ করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ সংসদের দুই কক্ষের দিকেই নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভূতুড়ে ভোটারের খোঁজে তৃণমূলের তৎপরতা

জেলায় জেলায় ‘ভূতুড়ে’ ভোটারের খোঁজ জারি রেখেছে তৃণমূল। রবিবারও ভোটার তালিকা যাচাই করতে গিয়ে নানা জায়গায় একই এপিক নম্বরে ভিন্ন ভিন্ন ব্যক্তির নামের হদিস রাজ্য জুড়ে মিলেছে বলে দাবি তাদের। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থও হতে চলেছে তৃণমূল। আগামী মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় কমিশনের ‘ফুল বেঞ্চের’ সঙ্গে দেখা করবেন তৃণমূলের প্রতিনিধিরা।

বিধানসভায় আলোচনা ৬ দফতর নিয়ে

আজ থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। প্রথম দিনের অধিবেশনের প্রথম ভাগে শোকপ্রস্তাব গ্রহণ করা হবে। প্রয়াত গায়ক প্রতুল বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানানো হবে। পরের দ্বিতীয় ভাগে শুরু হবে দফতরওয়াড়ি আলোচনা। টান চার দিন চলবে অধিবেশন। শুক্রবার দোল উৎসবের জন্য ছুটি থাকবে। পরে শনি ও রবিবার ছুটির দিনে অধিবেশন বসবে না। আবারও আগামী সোমবার থেকে অধিবেশন শুরু হয়ে চলবে বৃহস্পতিবার অবধি। মোট ছ’টি দফতর নিয়ে আলোচনা হবে এ বারের অধিবেশনে।

চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর ভারতীয় শিবিরের খবর

২৫ বছর আগের হারের বদলা নিল ভারত। ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউ জ়িল্যান্ডের কাছে হারতে হয়েছিল। এ বার সেই কিউয়িদেরই হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারত। থাকছে দলের পারফরম্যান্সের নানা বিশ্লেষণ। রোহিত শর্মা, বিরাট কোহলিদের সব খবর।

কেমন থাকবে সোমবারের আবহাওয়া

দোলে উত্তরবঙ্গে কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাজ্যে আকাশ মূলত পরিষ্কারই থাকবে। দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং দুই পাহাড়ি জেলা দার্জিলিং ও কালিম্পঙের দুই-এক জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে। দোলের আগেই ৩৫ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে কলকাতার পারদ। সোমবার কলকাতায় সর্বনিন্ম তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement