News Of The Day

উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ইডেন টেস্টের আগে দু’দলের খেলোয়াড়েরা শহরে। ঠান্ডার আমেজ... আর কী

আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষেবা প্রদান-সহ একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। বৈঠক করবেন উত্তরবঙ্গের জেলাশাসকদের সঙ্গেও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ০৭:৫৫
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষেবা প্রদান-সহ একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। বৈঠক করবেন উত্তরবঙ্গের জেলাশাসকদের সঙ্গেও। সূত্রের খবর, উত্তরকন্যায় আয়োজন করা হচ্ছে পরিষেবা প্রদান অনুষ্ঠানের। সেখান থেকেই প্রাকৃতিক দুর্যোগে যাঁদের বাড়ি ভেঙেছে, তাঁদের বাড়ি তৈরির জন্য সহায়তা প্রদান করবেন তিনি। রাজ্য জুড়ে ১২ হাজারের বেশি ক্ষতিগ্রস্ত মানুষ পাবেন বাড়ি তৈরির সহায়তা। ক্ষতিপূরণের অঙ্ক হল ১ লক্ষ ২০ হাজার টাকা।

আজ সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আশ-শারার সঙ্গে বৈঠকে বসছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক দিন আগেই সিরিয়ার প্রেসিডেন্টের উপর থেকে ‘জঙ্গি’ তকমা প্রত্যাহার করেছে মার্কিন প্রশাসন। জঙ্গিগোষ্ঠী আল কায়েদার সঙ্গে তাঁর যোগ ছিল বলে অভিযোগ তুলেছিল আমেরিকা। গত সপ্তাহেই সিরিয়ার প্রেসিডেন্টের উপর থেকে ওই তকমা প্রত্যাহার করেছে আমেরিকা। এ অবস্থায় আজ হোয়াইট হাউসের বৈঠকে সমীকরণ কোন পথে এগোয়, সে দিকে নজর থাকবে।

Advertisement

দীর্ঘ দিন পর ইডেন গার্ডেন্সে টেস্ট ম্যাচ হতে চলেছে। শুক্রবার থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে। সোমবারের মধ্যেই সকল ক্রিকেটারের কলকাতায় চলে আসার কথা। মঙ্গলবার থেকে প্রস্তুতি শুরু হবে। সেই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

বিপক্ষের মাঠে খেলতে গিয়ে দাপট দেখাচ্ছে বাংলা। অনুষ্টুপ মজুমদারের পর শতরান করেছেন সুমন্ত গুপ্ত। বোলারেরাও ভাল বল করেছেন। বিপক্ষের মাঠ থেকে কি ছ’পয়েন্ট নিয়ে কি ফিরতে পারবে বাংলা? আজ তৃতীয় দিনের খেলা। সকাল ৯:৩০ থেকে খেলা শুরু।

আলিপুর হাওয়া অফিস বলছে, আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শীতের আমেজ থাকবে। কলকাতায় আগামী দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। আকাশ থাকবে মূলত পরিষ্কার। উত্তরবঙ্গের কোনও জেলাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী পাঁচ দিন রাজ্যে তাপমাত্রার হেরফের হওয়ার তেমন সম্ভাবনা নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement