গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীকে ‘গণধর্ষণে’র ঘটনায় ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে ছাত্রীর সহপাঠী বন্ধুও। তাঁকে বুধবার আদালতে হাজির করানো হলে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সহপাঠী ছাড়া বাকি পাঁচ জনের ডিএনএ পরীক্ষা করেছে পুলিশ। রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
আজ দিল্লিতে নদী কমিশনের বৈঠক রয়েছে। সূত্রের খবর, ওই বৈঠকে থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিও। সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভুটানের নদীগুলি থেকে জল পশ্চিমবঙ্গে চলে আসায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের পরিস্থিতি পরিদর্শনের সময়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘আমরা অনেক দিন ধরে বলছি ইন্দো-ভুটান নদী কমিশন গড়া হোক এবং তার সদস্য করা হোক বাংলাকে।” মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যের চাপে ১৬ অক্টোবর এ সংক্রান্ত একটি বৈঠক ডেকেছে কেন্দ্র। সেই বৈঠকে রাজ্য থেকে এক আধিকারিককে পাঠানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বৈঠক সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।
উত্তরবঙ্গ সফর সেরে আজ কলকাতা ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতা ফেরার বিমান ধরবেন তিনি। রবিবার দ্বিতীয় বারের জন্য বিপর্যস্ত উত্তরবঙ্গ সফরে গিয়ে দার্জিলিং চলে গিয়েছেন মমতা। সেখান থেকে যাবতীয় কাজকর্ম করে আজ কলকাতা ফিরছেন তিনি। শুক্রবার থেকে কলকাতায় কালীপুজোর উদ্বোধন শুরু করার কথা তাঁর। সোমবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে কালীপুজো রয়েছে।
অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। রবিবার ভারতের প্রথম এক দিনের ম্যাচ। ২২৪ দিন পর আবার ভারতের জার্সিতে মাঠে নামবেন দু’জন। তিন ম্যাচের সিরিজ়ের জন্য কী ভাবে প্রস্তুত হচ্ছে ভারত? সব খবর।
মহিলাদের বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ ম্যাচ। এ বারের বিশ্বকাপে মাত্র একটি ম্যাচ জিতলেও বাংলাদেশের লড়াই মন জয় করে নিয়েছে সকলের। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে তারা চাপে ফেলে দিয়েছিল। কিন্তু অনভিজ্ঞতার জন্য শেষরক্ষা হয়নি। আজ সামনে বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী অস্ট্রেলিয়া। আবার কি আশা জাগাতে পারবে বাংলাদেশ? খেলা বিকেল ৩টে থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
রঞ্জি ট্রফিতে বাংলার অভিযান শুরু হয়ে গিয়েছে। ইডেনে উত্তরাখণ্ডের বিরুদ্ধে খেলছে অভিমন্যু ঈশ্বরণের দল। প্রথম দিন ব্যর্থ বাংলার তারকারা। আকাশদীপ উইকেট পাননি। মহম্মদ শামি এক ওভারে শেষ তিনটি উইকেট নিলেও তার আগের ১৪ ওভারে একটিও উইকেট পাননি। অভিমন্যু ইনিংসের প্রথম বলেই আউট হয়ে গিয়েছেন। বল হাতে সফল সূরয সিন্ধু জয়সওয়াল ও ঈশান পোড়েল। সূরয ৪টি এবং ঈশান ৩টি উইকেট নিয়েছেন। আজ দ্বিতীয় দিনের খেলা শুরু সকাল ৯:৩০ থেকে।
সীমান্ত সংঘর্ষের মধ্যেই বুধবার আফগানিস্তানে বিমানহামলা চালিয়েছে পাকিস্তানি বায়ুসেনা। বুধবার দুপুরে আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কন্দহরে হামলা চালায় পাক যুদ্ধবিমান। প্রকাশিত কয়েকটি খবরে দাবি, তালিবান সেনার ঠিকানা নিশানা করেই হামলা হয়েছে। যদিও আফগানিস্তানের তালিবান সরকারের অভিযোগ, হামলা হয়েছে জনবসতি এলাকায়। চাপানউতোরের মধ্যেই বুধবার সন্ধ্যায় ৪৮ ঘণ্টার সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে কাবুল এবং ইসলামাবাদ। অর্থাৎ, শুক্রবার সন্ধ্যায় তার মেয়াদ শেষ হচ্ছে।