গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
দেবীপক্ষের সূচনা হতে বাকি আর এক দিন। তার ঠিক এক দিন আগে শারদীয় দুর্গাপুজোর উদ্বোধন শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি যাবেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর পুজো বলে পরিচিত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোয়। সেখানে তিনি দেবীদূর্গার মূর্তি উন্মোচনের পাশাপাশি উৎসব নিয়ে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশে বার্তা দেবেন। বিকেল ৪টে নাগাদ তিনি লেকটাউন এলাকার ওই পুজোয় অংশ নিতে যাবেন। মন্ত্রী সুজিত ছাড়াও থাকবেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি। গত ৬ সেপ্টেম্বর বিচারভবনে গিয়ে চন্দ্রনাথ এই মামলায় আত্মসমর্পণ করেন এবং অন্তর্বর্তী জামিনের আবেদন জানান। ব্যক্তিগত বন্ডে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছিল আদালত। অন্য দিকে, মন্ত্রীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে কেন্দ্রীয় সংস্থা। আজ বিচারভবনে আবার এই মামলাটির শুনানি হবে।
আজ রাজ্য জুড়ে ‘বাংলা ভাষা দিবস’ পালন করবে সঙ্ঘ পরিবারের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের দাঁড়িভিটের স্কুলে বাংলা ভাষার শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন হয়েছিল। তার জেরে পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষও হয়। সে দিনের ঘটনায় রাজেশ সরকার ও তাপস বর্মণ নামে দুই ছাত্রের মৃত্যু হয়। এবিভিপির তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে, রাজেশ-তাপস বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিল, তাই তাদের মৃত্যুদিনকে ‘বাংলা ভাষা দিবস’ হিসেবে এ বছর গোটা রাজ্যে পালন করা হবে।
অগস্টের পরে আজ ফের গুজরাত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক দিনের এই ঝটিকা সফরে ‘রোড শো’-এর পাশাপাশি জনসভাও করবেন তিনি। আগামী সোমবার থেকে দেশে পণ্য এবং পরিষেবা কর (জিএসটি)-এর নতুন হার কার্যকর হবে। তার আগে আজ গুজরাত থেকে এ বিষয়ে মোদী কোনও বার্তা দেন কি না, সে দিকে নজর থাকবে। এ ছাড়া ‘অপারেশন সিঁদুর’ পরবর্তী পরিস্থিতি, ভারতের কূটনৈতিক সমীকরণ নিয়ে তিনি কোনও বার্তা দেন কি না, নজর থাকবে সে দিকেও।
কাল, রবিবার ফের ভারত-পাকিস্তান ম্যাচ। গত রবিবার এই ম্যাচেই শুরু হয়েছিল করমর্দন বিতর্ক। সূর্যকুমার যাদবের ভারত হাত মেলায়নি সলমন আঘার পাকিস্তান দলের সঙ্গে। যা খবর, কালও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না-মেলানোরই পরিকল্পনা করে রেখেছে ভারত। থামছে না এই বিতর্ক। সব খবর।
উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বাতাসের উপরিভাগে একটি নিম্নচাপরেখা সক্রিয় রয়েছে। তার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে কিছু দিন। এ ছাড়া, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী দু’দিন বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মূলত মেঘলা থাকবে। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে আজ।
জমে গিয়েছে ভারত-অস্ট্রেলিয়া মহিলাদের এক দিনের সিরিজ়। প্রথম ম্যাচে ৮ উইকেটে হারার পর দ্বিতীয় ম্যাচে ১০২ রানে জিতেছে হরমনপ্রীত কৌরের ভারত। তিন ম্যাচের সিরিজ় এখন ১-১। আজ শেষ ম্যাচ। খেলা শুরু দুপুর ১:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়ো হটস্টার অ্যাপে।
এশিয়া কাপে আজ থেকে শুরু হয়ে যাচ্ছে সুপার ফোর পর্ব। প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কা ৩২ বল বাকি থাকতে সহজেই ৬ উইকেটে হারিয়েছিল বাংলাদেশকে। আবার কি জিতবে শ্রীলঙ্কা? না কি বদলা নেবে বাংলাদেশ? সুপার ফোরে রয়েছে ভারত এবং পাকিস্তানও। সেরা দু’টি দল ফাইনালে উঠবে। খেলা শুরু রাত ৮টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।