News Of The Day

কলকাতায় ইডির ডিরেক্টর রাহুল নবীন। বইমেলা উদ্বোধনে মমতা। ঠান্ডা কেমন থাকবে। আর কী কী

রাজ্যে আসছেন ইডি-র ডিরেক্টর রাহুল নবীন, কলকাতা আন্তর্জাতিক বইমেলা, আগামী সাত দিন তাপমাত্রা, টি-টোয়েন্টি বিশ্বকাপে কোণঠাসা বাংলাদেশ, মহিলাদের আইপিএলে ইউপি বনাম গুজরাত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ০৭:৫৯
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

আজ রাজ্যে আসছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ডিরেক্টর রাহুল নবীন। তিন দিনের সফর তাঁর। ইডি সূত্রে খবর, আজ সন্ধ্যার পর তিনি কলকাতায় আসবেন। তবে কী কারণে তাঁর এই সফর তা স্পষ্ট করেননি কেউই। অনেকের মতে, সম্প্রতি তৃণমূল ও রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কলকাতার অফিস এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির অভিযান, পরবর্তী পরিস্থিতিতে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের আবহে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলার। আজ থেকে বিধাননগরের সেন্ট্রাল পার্কে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী এই মেলা। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পাঠক, লেখক ও প্রকাশকদের মিলনমেলায় মুখরিত থাকবে মেলাপ্রাঙ্গণ। দেশ-বিদেশের বহু প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে এ বারের আসরে। নতুন বইয়ের প্রকাশ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লেখকদের সঙ্গে পাঠকদের সাক্ষাৎ— সব মিলিয়ে বইমেলা আবারও পরিণত হবে বাঙালির প্রাণের উৎসবে। প্রশাসনের তরফে নিরাপত্তা ও পরিকাঠামোর বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement

নিউ জ়িল্যান্ডের কাছে টেস্ট এবং এক দিনের সিরিজে হারার পর এ বার টি-টোয়েন্টি সিরিজ়ে মুখরক্ষা করার পালা ভারতের। পাঁচ ম্যাচের সিরিজ়ে গত কাল প্রথম ম্যাচ ছিল নাগপুরে। জিতে শুরু করেছে সূর্যকুমার যাদবের দল। কাল দ্বিতীয় ম্যাচ রায়পুরে। ভারতীয় দলের সব খবর।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। সরস্বতী পুজোয় থাকবে উষ্ণতার ছোঁয়া। সরস্বতী পুজোতেও জাঁকিয়ে ঠান্ডা থাকবে না। তবে রাজ্যের প্রায় সব জেলাতেই থাকবে কুয়াশার দাপট। আজ দক্ষিণবঙ্গের সব জেলায় দৃশ্যমানতা নামতে পারে ৯৯৯ থেকে ২০০ মিটারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার কারণে দৃশ্যমানতা নামতে পারে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে কোণঠাসা বাংলাদেশ। আইসিসির সভায় বুধবার ভোটাভুটিতে হেরে গিয়েছে তারা। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা জানিয়ে দিয়েছে, ভারতেই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে। এক দিন সময় দেওয়া হয়েছে তাদের। অর্থাৎ, আজই সিদ্ধান্ত জানাতে হবে। কী সিদ্ধান্ত নেবে বাংলাদেশ? থাকছে সব খবর।

আইপিএলের প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে বেঙ্গালুরু। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকার লড়াই চারটি দলের মধ্যে। বৃহস্পতিবার বডোদরায় নামবে ইউপি এবং গুজরাত। দুই দলই রয়েছে চার পয়েন্টে। যারা জিতবে তারাই প্লে-অফের দিকে এক পা এগিয়ে যাবে। সন্ধ্যা ৭.৩০ থেকে শুরু ম্যাচ। দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল এবং জিয়োহটস্টার অ্যাপে।

আজ অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের পঞ্চম দিন। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে খেলবেন চতুর্থ নোভাক জোকোভিচ, দ্বিতীয় বাছাই জানিক সিনার এবং পঞ্চম বাছাই লরেঞ্জো মুসেত্তি। মেয়েদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে খেলবেন দ্বিতীয় বাছাই ইগা শিয়নটেক, পঞ্চম বাছাই এলিনা রিবাকিনা এবং ষোড়শ বাছাই নাওমি ওসাকা। খেলা শুরু ভোর ৫:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement