News Of The Day

মমতা-মন্ত্রিসভার বৈঠক। সিপিএমের রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশ। ট্যাংরাকাণ্ডের তদন্ত। আর কী

আজ ফের বসছে রাজ্যর মন্ত্রিসভার বৈঠক। বিকেল ৪টেয় নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বৈঠক হবে। বিধানসভার বাজেট অধিবেশনের পর এই প্রথম বার মন্ত্রিসভার বৈঠক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:২৩
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

নবান্নে মমতা-মন্ত্রিসভার বৈঠক, মুখ্যমন্ত্রী কি নতুন কোনও সিদ্ধান্ত নেবেন

Advertisement

আজ ফের বসছে রাজ্যর মন্ত্রিসভার বৈঠক। বিকেল ৪টেয় নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বৈঠক হবে। বিধানসভার বাজেট অধিবেশনের পর এই প্রথম বার মন্ত্রিসভার বৈঠক। এই বৈঠকে মমতা নতুন করে কর্মসংস্থান বা বিনিয়োগ নিয়ে কোনও সিদ্ধান্তে সিলমোহর দিতে পারেন তিনি। কারণ, বাজেট পেশের পাশাপাশি এ মাসের শুরুতেই রাজ্যে বসেছিল ‘বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন’। সেই সম্মেলনে এক ঝাঁক বিনিয়োগ এসেছে বলে দাবি করেছে রাজ্য সরকার। সেই বিনিয়োগকে বাস্তাবায়িত করতে কোনও কোনও সংস্থাকে জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে আজ মন্ত্রিসভার বৈঠকে। তা ছাড়া বৃহস্পতিবার তৃণমূলনেত্রী মমতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে রাজনৈতিক সমাবেশ করবেন, তার আগে মন্ত্রিসভার বৈঠকে তা নিয়ে কোনও আলোচনা হয় কি না, সে দিকেও নজর থাকবে আজ।

তিন জনকেই খুন করেছেন প্রসূন! ট্যাংরাকাণ্ডের তদন্ত

Advertisement

মা, কাকিমা আর দিদিকে খুন করেছে তার কাকা প্রসূন দে! ট্যাংরাকাণ্ডে ১৪ বছরের কিশোর প্রতীপ দে এমনটাই দাবি করেছে পুলিশের কাছে। ওই কিশোরের বয়ান অনুযায়ী, ট্যাংরার দে পরিবারের দুই বধূ রোমি দে, সুদেষ্ণা দে এবং কিশোরী প্রিয়ম্বদার খুনি প্রসূন দে। পুলিশের কাছে সে দিনের ঘটনা বর্ণনাও করেছে কিশোর। এই ঘটনার তদন্তে আর কী কী তথ্য পেল পুলিশ, সেই খবরে আজ নজর থাকবে।

সিপিএমের রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশ ডানকুনিতে

আজ সিপিএমের রাজ্য সম্মেলনের শেষ দিন। নতুন কমিটিতে কারা জায়গা পেলেন, কারা বাদ পড়লেন সেই খবরে নজর থাকবে আজ। পাশাপাশি, নজর থাকবে ডানকুনি ফুটবল মাঠে প্রকাশ্য সমাবেশে কেমন ভিড় হয় সে দিকে।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন দল গঠনের প্রক্রিয়া

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে, তা ঠিক করতে হবে ঢাকাকেই। দুই পড়শি রাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে নয়াদিল্লির অবস্থান বুঝিয়ে দিয়েছেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের অভিযোগগুলিও দিল্লির চিন্তাভাবনাকে প্রভাবিত করেছে বলেও মনে করেন তিনি। এই পরিস্থিতিতে সোমবার সন্ধ্যায় বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনও জানান, নয়াদিল্লির সঙ্গে কাজের সুষ্ঠু সম্পর্ক চায়। তাঁর কথায়, “আমরা ভারতের সঙ্গে গুড ওয়ার্কিং রিলেশন (ভাল কাজের সম্পর্ক) চাই। পারস্পরিক শ্রদ্ধা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এই সম্পর্ক। এ ব্যাপারে আমাদের কোনও অস্পষ্টতা নেই।” তবে ‘ভারতীয় আতিথেয়তায়’ শেখ হাসিনার বিবৃতি সম্পর্কের জন্য ‘ক্ষতিকর’ বলে মন্তব্য করেছেন তিনি। এই অবস্থায় বাংলাদেশের পরিস্থিতি এবং পড়শি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের দিকে নজর থাকবে আজ।

দক্ষিণে কমতে পারে তাপমাত্রা, তুষারপাত হবে কি দার্জিলিঙে

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্র আবার কিছু দিন শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাপমাত্রাও বেশ খানিকটা কমতে পারে। আগামী দু’দিনে তাপমাত্রা কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি। তার পরের তিন দিনে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। দার্জিলিঙে হতে পারে তুষারপাত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement