News Of The Day

বর্ধমান সফরে মুখ্যমন্ত্রী। জীবনকৃষ্ণের তদন্তে কোন পথে ইডি। ইউএস ওপেন। কৃষ্ণনগরকাণ্ড। আবহাওয়া। আর কী কী

আজ সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রওনা দেবেন বর্ধমান শহরের উদ্দেশে। সেখানে তিনি সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে যোগ দেবেন। সরকারি মঞ্চ থেকে তিনি রাজ্যবাসীকে কী বার্তা দেন সে দিকে নজর থাকবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৫ ০৭:৫১
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

এক দিনের সফরে আজ বর্ধমান যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালে তিনি রওনা দেবেন বর্ধমান শহরের উদ্দেশে। সেখানে তিনি সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে যোগ দেবেন। সরকারি মঞ্চ থেকে তিনি রাজ্যবাসীকে কী বার্তা দেন সে দিকে নজর থাকবে। আজই তাঁর কলকাতায় ফিরে আসার কথা।

নিয়োগ মামলায় ফের গ্রেফতার হয়েছেন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এ বার ইডির হাতে গ্রেফতার হয়েছেন তিনি। সোমবারই তাঁক কলকাতায় এনে নগর দায়রা আদালতে হাজির করানো হয়। সেখানে বিচারক জীবনকৃষ্ণকে ছ’দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন। বিধায়ককে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার তদন্তে আরও তথ্য সংগ্রহ করতে চাইছে ইডি। তদন্তে আর কী কী বিষয় উঠে আসে, সে দিকে নজর থাকবে আজ।

Advertisement

ভারতীয় পণ্যের উপর চড়া হারে শুল্ক চাপিয়েছে আমেরিকা। আগামী ২৭ অগস্ট থেকে আমেরিকার ওই নয়া শুল্ক কার্যকর হওয়ার কথা। তার আগে আজ দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরে এক উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। দেশীয় রফতানিকারকদের উপর শুল্কের কী প্রভাব পড়তে পারে, তা পর্যালোচনা করা হতে পারে ওই বৈঠকে। উচ্চ পর্যায়ের ওই বৈঠকে কারা উপস্থিত থাকবেন, কী কী বিষয় উঠে আসে, সে দিকে নজর থাকবে আজ।

ব্যাডমিন্টনের বিশ্বচ্যাম্পিয়নশিপ শুরু হয়ে গিয়েছে। আজ অভিযান শুরু করছেন পিভি সিন্ধু। ভারতের এই তারকার সামনে বুগেরিয়ার কালোইয়ানা নলবানতোভা। রয়েছে এইচএস প্রণয়ের খেলাও। প্রথম রাউন্ডে তাঁকে খেলতে হবে ফিনল্যান্ডের জোয়াকিম ওলডর্ফের বিরুদ্ধে। ডাবলসে নামছেন ভারতীয় জুটি রুবান কুমার রেথিনাসাবাপাথি-হরিহরণ আমসাকারুনান। মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডে রয়েছে রুথভিকা গাড্ডে-রোহন কপূর জুটির খেলা। খেলা শুরু বেলা ১২:১০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট ২ চ্যানেলে।

শুরু হয়ে গিয়েছে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম টেনিস প্রতিযোগিতা ইউএস ওপেন। আজ নামছেন শীর্ষ বাছাই ইয়ানিক সিনার। রয়েছে মহিলাদের দ্বিতীয় বাছাই ইগা শিয়নটেকের খেলাও। খেলা শুরু রাত ৮:৩০ থেকে। প্রতিযোগিতার সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

বঙ্গোপসাগরের উপরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আবার তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। তার জেরে আবার দুর্যোগ শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। আজ কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় সতর্কতা না-থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতা ফুটবল লিগে আজ রয়েছে ইস্টবেঙ্গলের ম্যাচ। বিপক্ষে জর্জ টেলিগ্রাফ। আজ জিতলে পয়েন্ট তালিকায় শীর্ষে চলে যাবে লাল-হলুদ। তাদের ৯ ম্যাচে ১৭ পয়েন্ট। শীর্ষে থাকা পুলিশ এসি-র ১০ ম্যাচে ১৮ পয়েন্ট। আজ ড্র করলেও গোল পার্থক্যে শীর্ষে চলে যাবে ইস্টবেঙ্গল। ব্যারাকপুরে খেলা বিকেল ৩:৩০ থেকে।

ঘরে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ঈশিতা মল্লিক নামে এক তরুণীকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে কৃষ্ণনগরে। পুলিশ সূত্রে খবর, প্রেমঘটিত কারণে ঘটনাটি ঘটেছে। সম্প্রতি তরুণী সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইছিলেন। সেই রাগে ঘরে ঢুকে তরুণীকে গুলি করে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশ। অভিযুক্ত দেবরাজ সিংহকে আটক করেছে পুলিশ। আজ এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement