News Of The Day

সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা। আনন্দপুরের অগ্নিকাণ্ডে কত জনের দেহ শনাক্ত করা গেল। ঠান্ডা কতটা। আর কী কী

সিঙ্গুরেই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সংসদে শুরু হচ্ছে বাজেট অধিবেশন, আনন্দপুরের জোড়া গুদামে অগ্নিকাণ্ড, ভারত বনাম নিউ জ়িল্যান্ডের চতুর্থ টি-টোয়েন্টি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ০৭:৫৩
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

গত ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করেছিলেন সিঙ্গুরে। ১০ দিনের মাথায় আজ সেই সিঙ্গুরেই কর্মসূচিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা শেষ করে মুখ্যমন্ত্রী রওনা দেবেন কলকাতা বিমানবন্দরের উদ্দেশে। সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে আজ। আজই বিকেলে তিনি রাজধানী দিল্লিতে পৌঁছোবেন। সেখানে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মমতা। পাশাপাশি, আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে তাঁর।

আজ সংসদে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করা হবে। অধিবেশনের প্রথম দফা ২৮ জানুয়ারি শুরু হয়ে ১৩ ফেব্রুয়ারি শেষ হবে। দ্বিতীয় দফায় ৯ মার্চ শুরু হয়ে ২ এপ্রিল পর্যন্ত চলবে। সংসদের অধিবেশনে কৌশল ঠিক করতে আজ সকাল ১০টায় রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গের কক্ষে বৈঠকে বসবেন বিভিন্ন বিরোধী দলের নেতারা। বাজেট অধিবেশন সংক্রান্ত খবর নজরে থাকবে।

Advertisement

পূর্ব কলকাতার আনন্দপুরের নাজিরাবাদের জোড়া গুদামে অগ্নিকাণ্ডের পর দু’দিন কেটে গিয়েছে। তবে কী ভাবে আগুন লেগেছিল, তা এখনও জানা যায়নি। গতকাল ভস্মীভূত ডেকরেটর্সের গুদামের মালিককে একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এখনও পর্যন্ত যতগুলি দেহাংশ উদ্ধার হয়েছে, তাতে অন্তত আট জনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। মৃতদের কাউকেই শনাক্ত করা সম্ভব হয়নি। মৃতদের পরিচয় জানতে দেহাংশগুলি ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হবে। এখনও আরও অনেকে নিখোঁজ। আশায় বুক বেঁধে সোমবার সকাল থেকেই পুড়ে খাক গুদামের বাইরে ঠায় বসে রয়েছেন নিখোঁজদের স্বজনেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গতকাল বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। মৃত ও নিখোঁজ শ্রমিকদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি। জারি রয়েছে নিখোঁজদের খোঁজ। আনন্দপুরে অগ্নিকাণ্ডে উদ্ধারকাজ কত দূর এগোয়, আজ সে সংক্রান্ত খবরে নজর থাকবে।

আজ ভারত বনাম নিউ জ়িল্যান্ডের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ। প্রথম তিনটি ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজ় জিতে নিয়েছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এ বার পরীক্ষা-নিরীক্ষা সেরে নেওয়ার পালা সূর্যকুমার যাদব এবং গৌতম গম্ভীরের। আজকের পর আর একটিই ম্যাচ পাবে ভারত। বিশ্বকাপের আগে নিউ জ়িল্যান্ডও পরীক্ষার রাস্তায় যাবে। দুই দলের সব খবর।

আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিন। সকালে তার কর্মসূচি শুরু হচ্ছে ভিড়িঙ্গি কালীমন্দিরে পুজো দেওয়ার মধ্যে দিয়ে। পরে দুর্গাপুরের চিত্রালয় ময়দানে চারটি সাংগঠনিক জেলার বিজেপি কর্মীদের নিয়ে আয়োজিত একটি সম্মেলনে যোগ দেবেন তিনি। তার পরে যাবেন রানিগঞ্জ। সেখানে আসানসোল জেলা বিজেপির কর্মী সম্মলনে ভাষণ দেবেন। এই কর্মসূচি সেরে অন্ডাল বিমানবন্দর হয়ে তিনি ফিরে যাবেন।

আজ এবং বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিঙে। দার্জিলিঙের পার্বত্য এলাকায় হতে পারে তুষারপাতও। কালিম্পঙেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু’দিন। হালকা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সর্বত্রই রাতের তাপমাত্রায় আগামী সাত দিন বিশেষ হেরফের হবে না।

অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে আজ নামছেন নোভাক জোকোভিচ, জানিক সিনার। পুরুষদের দ্বিতীয় বাছাই সিনারের সামনে অষ্টম বাছাই বেন সেলটন। এই ম্যাচ হওয়ার কথা দুপুর ১:৩০ থেকে। চতুর্থ বাছাই জোকোভিচ খেলবেন লরেঞ্জো মুসেত্তির সঙ্গে। সকাল ৯টায় খেলা শুরু হওয়ার কথা। তার আগে মেয়েদের কোয়ার্টার ফাইনালে চতুর্থ বাছাই আমান্ডা আনিসিমোভা খেলবেন ষষ্ঠ বাছাই জেসিকা পেগুলার সঙ্গে। এই ম্যাচ সকাল ৭:৩০ থেকে শুরু হওয়ার কথা। অন্য কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় বাছাই ইগা শিয়নটেক খেলবেন পঞ্চম বাছাই এলিনা রিবাকিনার সঙ্গে। সব খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement