News Of The Day

জগদ্ধাত্রীপুজোর উদ্বোধনে মমতা। টি টোয়েন্টি সিরিজ়ে ভারত-অস্ট্রেলিয়া। বিশ্বকাপের ফাইনালে কারা। আর কী

পোস্তা বাজার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পুজোমণ্ডপে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলি ও নদিয়া জেলার জগদ্ধাত্রী পুজোগুলিও এই অনুষ্ঠানের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত থাকবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ০৭:৫৩
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

আজ জগদ্ধাত্রীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪টেয় পোস্তা বাজার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপে উপস্থিত থাকবেন তিনি। এ বছর হুগলি ও নদিয়া জেলার জগদ্ধাত্রী পুজোগুলিও এই অনুষ্ঠানের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত থাকবে। একই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী দার্জিলিঙে পঞ্চায়েত ও গ্রামীণোন্নয়ন দফতরের উদ্যোগে অনুষ্ঠিত ‘সরস মেলা’রও ভার্চুয়াল উদ্বোধন করবেন।

আজ থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ়। পাঁচ ম্যাচের সিরিজ়ের প্রথম ম্যাচ ক্যানবেরায়। এশিয়া কাপ জেতার পর এই প্রথম মাঠে নামবেন সূর্যকুমার যাদবেরা। মিচেল মার্শের অস্ট্রেলিয়ার কাছে এক দিনের সিরিজ় হারতে হয়েছে ভারতকে। টি-টোয়েন্টি সিরিজ়ে কি মুখরক্ষা হবে? খেলা শুরু দুপুর ১:৪৫ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

Advertisement

এসআইআর নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখাবে বাম দলগুলি। বামেদের দাবি, ভোটার তালিকার ভূত তাড়াতে হবে। কিন্তু, কোনও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। বামফ্রন্টভুক্ত দলগুলির পাশাপাশি, আজকের বিক্ষোভে অংশ নেবে সিপিআই(এমএল) লিবারেশন এবং এসইউসি।

অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। পশ্চিমবঙ্গে ঝড় হবে না। তবে প্রবল এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। আজ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হতে পারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি। উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে বজ্রপাত এবং ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আজ জানা যাবে মহিলা বিশ্বকাপে প্রথম দল হিসাবে ফাইনালে উঠল কারা। প্রথম সেমিফাইনালে মুখোমুখি ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। দুই দলই রাউন্ড রবিন লিগে সাতটির মধ্যে পাঁচটি ম্যাচ জিতেছে। ইংল্যান্ডের একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। ন্যাট শিভার ব্রান্টের ইংল্যান্ডের সঙ্গে লরা উলভার্টের দক্ষিণ আফ্রিকার লড়াই শুরু বিকেল ৩টে থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

কাল ভারতের মহিলা দলের সামনে মহারণ। বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে টক্কর দিতে হবে অস্ট্রেলিয়ার সঙ্গে। এই বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী দল একটিও ম্যাচ না হারা অস্ট্রেলিয়া। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে শতরান করা প্রতিকা রাওয়ালকে এই ম্যাচে পাচ্ছে না হরমনপ্রীত সিংহের ভারত। ফলে আরও কঠিন লড়াই হরমনপ্রীতদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালের আগে মহিলা ক্রিকেট দলের খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement