News Of The Day

কলেজে ধর্ষণকাণ্ডের তদন্ত কোন পথে। ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি কী অবস্থায়। শুরু উইম্বলডন.. আর কী

গতকাল নির্যাতিতা এবং অভিযুক্তদের ডিএনএ-র নমুনা সংগ্রহ করা হয়। গতকাল সিটে আরও চার জনকে যুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে এক জন মহিলা সাব ইনস্পেক্টর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ০৭:৫৫
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কলেজে ধর্ষণকাণ্ডে উত্তপ্ত কলকাতা! আসছে বিজেপির অনুসন্ধানকারী দল

Advertisement

কসবায় কলেজে ধর্ষণকাণ্ডে সিট গড়ে তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার রাতেই ঘটনার পুনর্নির্মাণ করেছিলেন তদন্তকারীরা। নির্যাতিতাকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশ সূত্রে খবর, দু’ঘণ্টার বেশি সময় ধরে ঘটনার পুনর্নির্মাণ হয়েছে কলেজ ক্যাম্পাসে। এর পর গতকাল নির্যাতিতা এবং অভিযুক্তদের ডিএনএ-র নমুনা সংগ্রহ করা হয়। গতকাল সিটে আরও চার জনকে যুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে এক জন মহিলা সাব ইনস্পেক্টর। আরজি কর-কাণ্ডের পর বছর ঘুরতে না-ঘুরতেই শহরে আরও একটি ধর্ষণের ঘটনার রাজ্য সরকার এবং শাসকদলের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে বিজেপি। গতকালও কলকাতার পাশাপাশি রাজ্যের নানা জায়গায় প্রতিবাদ-বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। শুধু রাজনৈতিক দলগুলিই নয়, পথে নামতে শুরু করেছে বিভিন্ন অরাজনৈতিক সংগঠনও। আজ দিল্লি থেকে বিজেপির অনুসন্ধানকারী দল আসার কথা। তদন্ত কোন পথে এগোয় সেদিকে যেমন নজর থাকবে তেমনই দেখার, আরজি করের ঘটনায় যে নাগরিক আন্দোলন দেখা গিয়েছিল রাজ্যে, কসবাকাণ্ডও কি সেই পথেই এগোয় কি না।

কল্যাণ-মহুয়াদের প্রকাশ্য বাক্যযুদ্ধ থামবে না চলবে?

Advertisement

কসবার কলেজে ধর্ষণকাণ্ড নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূলের অন্দরে অস্বস্তি বাড়ছে। ইতিমধ্যে এ প্রসঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্রের মন্তব্যে বিতর্ক শুরু হয়েছে। মদনকে শোকজ় করেছে দল। কল্যাণ ও মদনের মন্তব্যের নিন্দা করে বিবৃতিও দেওয়া হয়েছে দলের তরফে। তাকে কেন্দ্র করে কল্যাণের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তৃণমূলের বিবৃতির সূত্র ধরে মহুয়া জানিয়েছিলেন, ভারতের সব দলেই নারীবিদ্বেষ রয়েছে। শুধু তৃণমূল তার প্রতিবাদ করে। সেই কটাক্ষের জবাবে প্রকাশ্যেই গতকাল কল্যাণ বলে দেন, আর কোনও নারীকে নয়, তিনি কেবল মহুয়াকেই ঘৃণা করেন। পাল্টা মহুয়াকেও নারীবিদ্বেষী বলে মন্তব্য করেন কল্যাণ। বিধানসভা নির্বাচনের আগে দলের দুই সাংসদের এমন প্রকাশ্য সংঘাত অস্বস্তিতে রাখবে তৃণমূলকে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি কি সময়ের আগেই সই হবে?

চিনের সঙ্গে ইতিমধ্যে বাণিজ্যচুক্তি সেরে ফেলেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চিনের পরেই ভারতের সঙ্গে বাণিজ্য সমঝোতা সেরে ফেলতে চান তিনি। দু’দেশের মধ্যে বেশ কয়েক দফায় এ নিয়ে আলোচনাও হয়েছে। তবে চূড়ান্ত কিছু হয়নি এখনও। আমেরিকার নয়া শুল্কনীতি আপাতত ৯০ দিনের জন্য স্থগিত রেখেছেন ট্রাম্প। আগামী ৯ জুলাই সেই সময়সীমা শেষ হচ্ছে। সূত্রের খবর, ইতিমধ্যেই ওয়াশিংটনে রয়েছে নয়াদিল্লির প্রতিনিধিদল। দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি চূড়ান্ত করার বিষয়ে কোনও অগ্রগতি হয় কি না, সে দিকে নজর থাকবে আজ।

শুরু উইম্বলডন, প্রথম দিন নামছেন আলকারাজ়, সাবালেঙ্কা

আজ থেকে শুরু উইম্বলডন। ঘাসের কোর্টে গ্র্যান্ড স্ল্যাম জেতার লক্ষ্যে নামবেন বিশ্বের টেনিস তারকারা। প্রথম দিন নামবেন পুরুষদের দ্বিতীয় বাছাই স্পেনের কার্লোস আলকারাজ় ও তৃতীয় বাছাই জার্মানির আলেকজ়ান্ডার জ়েরেভ। আলকারাজ়ের মুখোমুখি ইটালির ফ্যাবিয়ো ফগনিনি। জ়েরেভের সামনে নেদারল্যান্ডসের আর্থার রিন্ডার্কনেক। মহিলাদের শীর্ষবাছাই এরিনা সাবালেঙ্কার খেলা রয়েছে কানাডার কার্সন ব্র্যানস্টাইনের বিরুদ্ধে। খেলা শুরু ভারতীয় সময় দুপুর সাড়ে ৩টে থেকে। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

তৈরি হতে পারে নিম্নচাপ, ঝড়বৃষ্টি রাজ্য জুড়ে

বঙ্গোপসাগরের উপর আবার নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে। তার প্রভাবে আগামী কয়েক দিন সমুদ্র উত্তাল থাকতে পারে। টানা দুর্যোগের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। মুষলধারে বৃষ্টি হতে পারে কলকাতাতেও। আজ পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা (৭ থেকে ২০ সেন্টিমিটার) রয়েছে মোট ছ’টি জেলায়— দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। এ ছাড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আজ পর্যন্ত। উত্তরবঙ্গেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে আজ থেকে বুধবার পর্যন্ত।

ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ বৈভবদের

আরও এক বার ভারতের জার্সি পরে নামবেন বৈভব সূর্যবংশী। ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ভারতের অনূর্ধ্ব ১৯ দল। প্রথম ম্যাচ জিতেছে ভারত। পাঁচ ম্যাচের প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচ আজ। খেলা শুরু ভারতীয় সময় দুপুর সাড়ে ৩টে থেকে।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে ভারতের প্রস্তুতি

বুধবার থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট হারায় ভারতের উপর চাপ বেশি। পাশাপাশি দ্বিতীয় টেস্টে জসপ্রীত বুমরাহের খেলা নিয়ে সংশয় রয়েছে। কেমন চলছে শুভমন গিলদের প্রস্তুতি। রয়েছে সেই প্রস্তুতির সব খবর।

ক্লাব বিশ্বকাপের প্রি-কোয়ার্টার নামছে ইন্টার, ম্যাঞ্চেস্টার সিটি

ক্লাব বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালের খেলা চলছে। প্রতি দিন থাকছে দু’টি করে ম্যাচ। আজও দু’টি খেলা রয়েছে। প্রথম ম্যাচে মুখোমুখি ইন্টার মিলান ও ফ্লুমিনেন্স। খেলা শুরু রাত সাড়ে ১২টা থেকে। দ্বিতীয় ম্যাচে আল হিলালের সামনে ম্যাঞ্চেস্টার সিটি। ভোর সাড়ে ৬টা থেকে হবে সেই খেলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement