News Of The Day

এসআইআর নিয়ে আগরপাড়ায় মিছিল তৃণমূলের। স্মৃতিদের লড়াই। ডার্বির প্রস্তুতি। দিনভর আর কী কী নজরে

সারা রাজ্যে মিছিলের ডাক দিয়েছে শাসকদল। আজ মিছিল হবে আত্মঘাতী প্রদীপের বাড়ির এলাকাতেও। সেই মিছিলে উপস্থিত থাকবেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক-সহ স্থানীয় তৃণমূল নেতারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ০৭:৫৮
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

উত্তর ২৪ পরগনার আগরপাড়ার বাসিন্দা প্রদীপ করের ‘এনআরসির আতঙ্কে আত্মঘাতী’ হওয়ার ঘটনা নিয়ে আজ পথে নামছে তৃণমূল। সারা রাজ্যেই মিছিলের ডাক দিয়েছে শাসকদল। আজ মিছিল হবে আত্মঘাতী প্রদীপের বাড়ির এলাকাতেও। সেই মিছিলে উপস্থিত থাকবেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক-সহ স্থানীয় তৃণমূল নেতারা।

মহিলাদের বিশ্বকাপে আজ মহারণ। ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে ভারত। হরমনপ্রীত কৌরেরা সেমিফাইনাল খেলতে নামছেন। ভারতের প্রতিপক্ষ প্রতিযোগিতার সবচেয়ে শক্তিশালী দল অস্ট্রেলিয়া। প্রায় সব বিভাগেই অপ্রতিরোধ্য দেখাচ্ছে অসিদের। বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন ভারতের প্রতিকা রাওয়াল। দলে এসেছেন শেফালি বর্মা। চোট সরিয়ে এই ম্যাচে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। ভারত কি পারবে ফাইনালে উঠতে? খেলা শুরু বিকেল ৩টে থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

Advertisement

আজ দক্ষিণ কোরিয়ায় মুখোমুখি বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে আজ অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে বিরল খনিজের উপর চিনা আধিপত্যের প্রসঙ্গ। সম্প্রতি বিরল খনিজ নিয়ে জাপানের সঙ্গে একটি চুক্তি সেরে নিয়েছেন ট্রাম্প। পাশাপাশি আমেরিকায় নিষিদ্ধ কাশির সিরাপ ‘ফেন্টানিল’-এর প্রসঙ্গও উঠতে পারে দু’জনের আলোচনায়। এই নিষিদ্ধ কাশির সিরাপ চিন থেকেই আমেরিকায় পাচার হয় বলে দীর্ঘদিনের অভিযোগ ট্রাম্পের। তবে বুধবারই ট্রাম্প জানিয়েছেন, আমেরিকা চিনের উপর ‘ফেন্টানিল’ বাবদ শুল্ক কমিয়ে আনবে। এ অবস্থায় বৃহস্পতিবারের বৈঠকে কী কী বিষয় উঠে আসে, সে দিকে নজর থাকবে আজ।

ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী কয়েক দিনে তা উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিক্ষয় করবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতাতেও। উত্তরবঙ্গেও ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। কাল, শুক্রবার দ্বিতীয় ম্যাচ। ক্যানবেরার পর এ বার খেলা মেলবোর্নে। এই ম্যাচে নামার আগে দুই দলের সব খবর।

কাল গোয়ায় কলকাতা ডার্বি। সুপার কাপে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। মঙ্গলবার ইস্টবেঙ্গল জেতায় এবং মোহনবাগান ড্র করায় জমে গিয়েছে এই ম্যাচ। শুক্রবার যারা হারবে, তারাই বিদায় নেবে। শুধু তাই নয়, যারা জিতবে তাদের সেমিফাইনালে যাওয়া নির্ভর করবে ডেম্পো-চেন্নাইয়িন ম্যাচের ফলের উপর। মরণ-বাঁচন ম্যাচের আগে কী ভাবে তৈরি হচ্ছে দুই দল?

ইংল্যান্ড সফরে চোট পাওয়ার পর মাঠে বাইরে ছিলেন ঋষভ পন্থ। আজ আবার মাঠে নামছেন তিনি। দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে টেস্টে ভারত এ দলকে নেতৃত্ব দেবেন তিনি। বেঙ্গালুরুতে চার দিনের টেস্টের প্রথম দিনের খেলা শুরু সকাল ৯:৩০ থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement