News Of The Day

বাজেট অধিবেশনের সূচনা সংসদে। প্রকাশিত হবে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট। নিয়োগ মামলা। আর কী কী

বাজেট অধিবেশনের সূচনা সংসদে, প্রাথমিকে নিয়োগ মামলার শুনানি, আমেরিকায় কপ্টার-বিমান দুর্ঘটনা, ‘টক টু মেয়র’ কর্মসূচি, তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ০৬:২৬
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

বাজেট অধিবেশনের সূচনা সংসদে, প্রকাশ করা হবে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট

Advertisement

আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। শনিবার ১ ফেব্রুয়ারি পেশ হবে কেন্দ্রীয় বাজেট। তার আগে অধিবেশনের প্রথম দিন সংসদে প্রকাশিত হবে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট। আজ সকাল ১১টায় অধিবেশনের সূচনা হবে। আজই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করবেন। গত এক বছরে দেশের অর্থনীতির হাল কেমন ছিল, তার গাণিতিক পরিসংখ্যানগত চিত্র আর্থিক সমীক্ষার রিপোর্টের মধ্যে দিয়ে তুলে ধরে কেন্দ্র। চলতি বছর দেশের অর্থনীতির হাল কেমন গেল, জিডিপি বৃদ্ধির হার কেমন হতে পারে, তা বোঝা যায় এই রিপোর্টে। কেন্দ্রীয় বাজেট পেশের আগে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্টে কী কী আভাস মেলে, সে দিকে নজর থাকবে আজ।

প্রাথমিকে নিয়োগ মামলার শুনানি, আদালতে সিবিআই

Advertisement

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি-কাণ্ডে আজ সিবিআইয়ের মামলার শুনানি রয়েছে আদালতে। বিচারভবনে এই সংক্রান্ত শুনানি হবে। এর আগে গত ২৭ ডিসেম্বর এই মামলায় একটি চার্জশিট জমা দিয়েছে সিবিআই। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও এই মামলায় অন্য দুই অভিযুক্ত অয়ন শীল এবং সন্তু গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। সিবিআই সূত্রে খবর, তিন অভিযুক্তের বিরুদ্ধে দুর্নীতির একাধিক প্রমাণ মিলেছে বলে চার্জশিটে উল্লেখ রয়েছে। এই মামলায় অভিযুক্ত ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ও। তাঁদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া এখনও বাকি।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আমেরিকায় কপ্টার-বিমান দুর্ঘটনা পরবর্তী উদ্ধারকাজ

আমেরিকায় সেনার কপ্টার-বিমান দুর্ঘটনায় যাত্রীদের আর এক জনও বেঁচে নেই। কপ্টার এবং বিমানে থাকা ৬৭ জনেরই মৃত্যু হয়েছে। এমনটাই জানিয়েছেন আমেরিকার দমকল বাহিনীর এক আধিকারিক। ওই বাহিনীই পটোম্যাক নদী, যেখানে বিমান এবং কপ্টারটি পড়ে গিয়েছিল, সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে। নদী থেকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে ২৮ জনের দেহ। বাকি দেহের খোঁজে চলছে উদ্ধারকাজ।

কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ কর্মসূচি ফিরহাদের

আজ বিকেলে কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ কর্মসূচি রয়েছে ফিরহাদ হাকিমের। এই কর্মসূচির মাধ্যমে শহরবাসীর সমস্যার কথা শোনেন মেয়র। কর্মসূচির পরে পুরসভায় একটি সাংবাদিক বৈঠকও করবেন তিনি। সেখানে উঠে আসতে পারে শহরের হেলে পড়া বাড়ির প্রসঙ্গও। বাঘাযতীনের পর ট্যাংরা, তপসিয়া-সহ কলকাতার বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে হেলে যাওয়া বহুতলের ছবি। হেলে পড়া বাড়ির সমস্যার সমাধানের জন্য হরিয়ানার এক পেশাদার সংস্থার কাছ থেকে পরামর্শও নিচ্ছে পুরসভা। চলতি সপ্তাহে ওই সংস্থার সঙ্গে বৈঠকও করেছেন মেয়র। আজ এ বিষয়ে আরও কী কী তথ্য উঠে আসে, সে দিকে নজর থাকবে।

তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস, বঙ্গ থেকে কবে শীত বিদায়

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার-পাঁচ দিন স্বাভাবিকের উপরেই থাকবে তাপমাত্রা। একের পর এক পশ্চিমি ঝঞ্ঝার কারণে মাঘের মাঝামাঝি ভাটা পড়েছে শীতে। এ ছাড়া, অসম এবং হরিয়ানায় রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আসছে জোড়া পশ্চিমি ঝঞ্ঝা। ফলে আপাতত বঙ্গে শীত ফিরে আসার কোনও সম্ভাবনা নেই। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের শেষে পারদ সামান্য নামতে পারে। সেই সময় দিন কয়েকের জন্য শীতের আমেজ ফিরলেও ফেব্রুয়ারির মাঝামাঝিই এ যাত্রার মতো বঙ্গ থেকে বিদায় নেবে শীত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement