ডবল লাইনের কাজ, বাতিল হলদিয়ার ট্রেন

রেল লাইনে কাজ চলায় বিপাকে প়ড়েছেন যাত্রীরা। গত এক সপ্তাহে হলদিয়া হাওড়া লাইনে বিভিন্ন ট্রেন নির্ধারিত সময়ের থেকে বেশ কিছুটা দেরিতে চলছে। এ নিয়ে দু’দিন আগে সুতাহাটার বড়দা স্টেশনে যাত্রীরা বিক্ষোভ দেখান। মঙ্গলবার রাতেও হলদিয়া স্টেশনে যাত্রীরা বিক্ষোভ দেখান। এ দিকে বুধবারই হলদিয়া থেকে হাওড়ামুখী দুপুর ২টো ৩৫ মিনিটের লোকাল ট্রেনটি বাতিল করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হলদিয়া শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৫ ০৪:২৯
Share:

রেল লাইনে কাজ চলায় বিপাকে প়ড়েছেন যাত্রীরা। গত এক সপ্তাহে হলদিয়া হাওড়া লাইনে বিভিন্ন ট্রেন নির্ধারিত সময়ের থেকে বেশ কিছুটা দেরিতে চলছে। এ নিয়ে দু’দিন আগে সুতাহাটার বড়দা স্টেশনে যাত্রীরা বিক্ষোভ দেখান। মঙ্গলবার রাতেও হলদিয়া স্টেশনে যাত্রীরা বিক্ষোভ দেখান। এ দিকে বুধবারই হলদিয়া থেকে হাওড়ামুখী দুপুর ২টো ৩৫ মিনিটের লোকাল ট্রেনটি বাতিল করা হয়েছে। ২৯ এপ্রিল পর্যন্ত বাতিল থাকবে। অন্য দিকে হাওড়া থেকে হলদিয়ামুখী সকাল ৯টা ৩৮ মিনিটের লোকাল ট্রেনটিও বাতিল করা হয়েছে। এ বিষয়ে দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে হলদিয়া স্টেশনের টিকিট কাউন্টারে নোটিশ দেওয়া হয়েছে।

Advertisement

দক্ষিণ পূর্ব রেলের মূখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ বলেন, ‘‘রেলের ডবল লাইনের নন-ইন্টার লকিংয়ের কাজের জন্য ওই রুটে ট্রেন চলাচলে সাময়িকভাবে কিছুটা দেরি হচ্ছে। খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে। ডবল লাইন চালু হলে ওই রুটে ট্রেনের আরও গতি বাড়বে। ফলে এতে ওই এলাকার মানুষের উপকার হবে।’’

দক্ষিণ পূর্ব রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, ২০১০-১১ আর্থিক বছরে তমলুক জংশন কেবিন থেকে সুতাহাটার বাসুলিয়া পর্যন্ত ২৪ কিলোমিটার রেলপথের ডবল লাইনের কাজ শুরু করে রেলবিকাশ নিগম লিমিটেড। ইতিমধ্যে প্রায় ১৮ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়েছে। তমলুক জংশন কেবিন থেকে সুতাহাটার বাসুলিয়া পর্যন্ত নতুন লাইনকে পুরনো লাইনের সঙ্গে জুড়তে গত ১৬ এপ্রিল থেকে বিভিন্ন স্টেশনে নন-ইন্টার লকিংয়ের কাজ শুরু হয়েছে। ২৯ এপ্রিল পর্যন্ত নন-ইন্টার লকিংয়ের কাজ চলবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। যার ফলে এই রুটে বিভিন্ন ট্রেন নির্ধারিত সময়ের থেকে দেরিতে যাতয়াত করছে।

Advertisement

রেলসূত্রে জানা গিয়েছে, প্রতিদিন হলদিয়া থেকে হাওড়া পর্যন্ত তিনটি লোকাল ট্রেন এবং হলদিয়া থেকে পাশকুড়া পর্যন্ত একটি লোকাল ট্রেন যাতায়াত করে। তা ছাড়া হলদিয়া-আসানসোল সপ্তাহে ছ’দিন একটি এক্সপ্রেস ট্রেন চলে। দুটি সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেন যাতয়াত করে। কম বেশি সব ট্রেনই নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন