জোড়া ট্রেনের পথ বদল

রেল জানিয়েছে, আগামী ৩০ মার্চ পর্যন্ত দার্জিলিং মেল এবং কাঞ্চনকন্যা এক্সপ্রেস সরাসরি নিউ জলপাইগুড়ি স্টেশনে যাবে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৯ ০৩:৪২
Share:

প্রতীকী ছবি।

লাইনে জরুরি মেরামতির কারণে শিয়ালদহ থেকে উত্তরবঙ্গগামী দুটি ট্রেনের যাত্রাপথ শনিবার রাত থেকে আংশিক বদল করা হয়েছে। রেল জানিয়েছে, আগামী ৩০ মার্চ পর্যন্ত দার্জিলিং মেল এবং কাঞ্চনকন্যা এক্সপ্রেস সরাসরি নিউ জলপাইগুড়ি স্টেশনে যাবে না।

Advertisement

দার্জিলিং মেল ঠাকুরগঞ্জ- বাগডোগরা-শিলিগুড়ি জংশন ঘুরে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে। কাঞ্চনকন্যা এক্সপ্রেস নিউজলপাইগুড়ি স্টেশনের বদলে ঠাকুরগঞ্জ-বাগডোগরা-শিলিগুড়ি হয়ে আলিপুরদুয়ার জংশন যাবে। শিয়ালদহমুখী কাঞ্চনকন্যা এক্সপ্রেসে অনেক যাত্রীই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ওঠেন। রেল জানিয়েছে, তাঁরা শিলিগুড়ি, বাগডোগরা স্টেশন থেকে উঠতে পারবেন।

তবে আলিপুরদুয়ারমুখী ট্রেনের যাত্রীদের নিউ জলপাইগুড়ির বদলে শিলিগুড়িতেই নামতে হবে। ওই জরুরি মেরামতির জন্য ৩০ মার্চ পর্যন্ত বেশ কয়েকটি ট্রেনের চলাচল নিয়ন্ত্রণও করা হয়েছে। রেল জানিয়েছে, ৩০ মার্চের পর ফের পুরনো পথেই চলবে দার্জিলিং মেল এবং কাঞ্চনকন্যা এক্সপ্রেস।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন