ফের বন্ধ ট্রেন

এক মাসে ঝড়বৃষ্টিতে অন্তত পাঁচ দিন ট্রেন বন্ধ হয়ে গিয়েছিল শিয়ালদহ মেন লাইনে। শুক্রবার অবশ্য ঝড়বৃষ্টির দরকার হল না। শুকনো আবহাওয়াতেই ওই লাইনে ট্রেন বন্ধ থাকল দু’ঘণ্টারও বেশি। সোদপুর, খড়দহ, টিটাগড়-সহ প্রতিটি স্টেশনেই অচল ট্রেনের লাইন। হাঁসফাঁস গরমে হাজার হাজার নিত্যযাত্রীর দুর্ভোগ।

Advertisement
শেষ আপডেট: ১৬ মে ২০১৫ ০৩:০৩
Share:

এক মাসে ঝড়বৃষ্টিতে অন্তত পাঁচ দিন ট্রেন বন্ধ হয়ে গিয়েছিল শিয়ালদহ মেন লাইনে। শুক্রবার অবশ্য ঝড়বৃষ্টির দরকার হল না। শুকনো আবহাওয়াতেই ওই লাইনে ট্রেন বন্ধ থাকল দু’ঘণ্টারও বেশি। সোদপুর, খড়দহ, টিটাগড়-সহ প্রতিটি স্টেশনেই অচল ট্রেনের লাইন। হাঁসফাঁস গরমে হাজার হাজার নিত্যযাত্রীর দুর্ভোগ। কেন ভোগান্তি, শিয়ালদহ-সহ কোনও স্টেশনেই তা ঘোষণা করা হয়নি বলে অভিযোগ। পরে রেলকর্তারা জানান, ওভারহেড তারে বিদ্যুৎ বিপর্যয় এবং কিছু সিগন্যাল বিকল হয়ে যাওয়ায় বিপত্তি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement