পরিবহণসচিব সৌমিত্র মোহন। — ফাইল চিত্র।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) সংক্রান্ত শুনানিতে হাজিরা দিতে সমন পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণসচিব সৌমিত্র মোহনকে। বৃহস্পতিবার এই নোটিসটি পাঠানো হয়েছে। আগামী রবিবার তাঁকে নিউ টাউনের এপিজে আবদুল কালাম কলেজে প্রয়োজনীয় নথি-সহ উপস্থিত থাকতে বলা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, পরিবহণসচিব রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্রের নথিভুক্ত ভোটার। সূত্রের খবর, ২০০২ সালের নথি এবং বর্তমান ভোটার তালিকায় উল্লিখিত তাঁর পিতার নামে অমিল রয়েছে। এই অসঙ্গতির কারণেই তাঁকে এসআইআর শুনানিতে হাজির হতে বলা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিক।
হাজিরার নোটিস নিয়ে এখনও পর্যন্ত পরিবহণসচিবের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একাধিকবার তাঁর মোবাইলে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
ইতিমধ্যেই শাসকদল তৃণমূলের একাধিক সাংসদ, নেতা, বিধায়ক ও তাঁদের পরিবারের সদস্যদের এসআইআরের প্রক্রিয়ায় শুনানির জন্য ডাকা হয়েছে। শুধু রাজনৈতিক মহল নয়, রাজ্যের বিভিন্ন খ্যাতনামীও এই তালিকায় রয়েছেন। অভিনেতা দেব, ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, কবি জয় গোস্বামী-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিকে নোটিস পাঠানো হয়েছে।