যোগ বাড়াতে

ভুটান, বাংলাদেশ ও নেপালের সঙ্গে এ দেশের সড়ক যোগাযোগ আরও উন্নত হচ্ছে। কেন্দ্র ও রাজ্য যৌথ ভাবে এই চেষ্টা চালাচ্ছে। শনিবার ‘বেঙ্গল চেম্বার অব কমার্স’-এর কর্মশালায় এ কথা জানিয়েছেন কেন্দ্র ও রাজ্যের পরিবহণকর্তারা।

Advertisement
শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৫ ০৩:০২
Share:

ভুটান, বাংলাদেশ ও নেপালের সঙ্গে এ দেশের সড়ক যোগাযোগ আরও উন্নত হচ্ছে। কেন্দ্র ও রাজ্য যৌথ ভাবে এই চেষ্টা চালাচ্ছে। শনিবার ‘বেঙ্গল চেম্বার অব কমার্স’-এর কর্মশালায় এ কথা জানিয়েছেন কেন্দ্র ও রাজ্যের পরিবহণকর্তারা। অনুষ্ঠান শেষে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের পরিবহণকর্তা সঞ্জয় বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘দেশের নানা রাজ্য ও প্রতিবেশী দেশগুলির মধ্যে সড়ক পরিবহণে গুরুত্ব দেওয়া হচ্ছে।’’ একই সঙ্গে ত্রিপুরা থেকে মায়ানমার ও তাইল্যান্ডের সঙ্গেও সড়ক যোগাযোগের কথা ভাবছে কেন্দ্র। খুব তাড়াতাড়ি এ ব্যাপারে চুক্তি হওয়ার কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন