Mamata Banerjee

মমতার শিল্পমুখী ভাবমূর্তি তুলে ধরতে তৎপর তৃণমূল

সিঙ্গুরে ১১ একর জমিতে কৃষিজ শিল্প পার্ক করার কথা গত সপ্তাহে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ১৫:৫৪
Share:

সোমবার তৃণমূল ভবনে সুব্রত মুখোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পের বিরুদ্ধে ছিলেন না, সিঙ্গুরে তিনি শুধু অনিচ্ছুক কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন দাবি করল তৃণমূল। সোমবার তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, "যে প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে শিল্প নয় বলেছিলেন, সেই কথাটি সম্পূর্ণ ভাবে বলা হচ্ছে না। উনি বলেছিলেন একটা বড় অংশে শিল্প হোক। কৃষির উপর নির্ভরশীল দরিদ্র মানুষদেরকে আরেকটা অংশ ছেড়ে দেওয়া হোক।" অর্থাৎ মুখ্যমন্ত্রী যে রাজ্যে শিল্প আনতে আগ্রহী সেই বিষয়টি তুলে ধরতে তৎপর হল তৃণমূল।

Advertisement

সিঙ্গুরে ১১ একর জমিতে কৃষিজ শিল্প পার্ক করার কথা গত সপ্তাহে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্লোগান তুলেছেন, ‘কৃষি আমাদের গৌরব, শিল্প আমাদের সম্পদ’। বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা খুবই 'তাৎপর্যপূর্ণ' বলে মনে করছে রাজনীতির কারবারিদের একাংশ। সুব্রতর কথায়, "যে জমিতে চাষ হচ্ছে না পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, অর্থনীতির উন্নতি এবং বেকারদের জন্য মুখ্যমন্ত্রী যে ভাবে সেই জমিকে ব্যবহার করছেন তা বাস্তবধর্মী এবং উপযুক্ত।"

একইসঙ্গে সুব্রত দাবি করেন মুখ্যমন্ত্রী কোনও সময়ই শিল্পের বিরুদ্ধে ছিলেন না। তিনি রাজ্যে শিল্প আনার জন্য বারবার বিদেশ গিয়েছেন। শিল্পপতিদের নিয়ে এসে মিটিং করেছেন এবং তার ফলে অনেক শিল্পও আসছে। তাঁর কথায়, "গত পাঁচ বছরে এবং সব মিলিয়ে মোট দশ বছরে রেকর্ড শিল্প এখানে হয়েছে এবং আরও শিল্পের প্রস্তাবও আসছে।" খড়গপুরে বড় বড় শিল্প প্রতিষ্ঠান আসছে বলেও সোমবার দাবি করেন রাজ্যের মন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, ঐতিহ্য শিল্প হিসেবে পাট শিল্পকে বাঁচানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

আরও পড়ুন: ভরসা পেলাম, আপনার উষ্ণতা ছুঁয়ে গেল, মমতাকে চিঠি অমর্ত্যর​

আরও পড়ুন: ‘পাড়ায় পাড়ায় সমাধান’, দুয়ারে সরকারের পর নতুন কর্মসূচি রাজ্যের​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন